Kareena Kapoor: শাশুড়ি-বৌমার সম্পর্ক কেমন? টের পাওয়া গেল শর্মিলা ঠাকুরের জন্মদিনে

<p style="text-align: justify;">মুম্বই: সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। প্রায়শই নানা ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করতে থাকেন বেবো। কখনও সেখানে থাকে আগামী ছবির প্রোমোশন। আবার কখনও থাকে ব্যক্তিগত জীবনের ক্যামেরাবন্দি নানা মুহূর্ত। সেফ আলি খান ও দুই সন্তানের সঙ্গে নানা বিশেষ সময় কাটানোর ছবিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেন করিনা। আজ ৮ ডিসেম্বর। জন্মদিন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুরের। সম্পর্কে তিনি আবার করিনা কপূর খানের শাশুড়িও বটে। শর্মিলা ঠাকুরের জন্মদিনে (Sharmila Tagore Birthday) কি শুভেচ্ছা জানালেন বৌমা করিনা?</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Sharmila Tagore Birthday: মনসুর আলি খানের সঙ্গে কেমন ছিল শর্মিলা ঠাকুরের 'অমর প্রেম'? এক ঝলকে পতৌদির রাজকীয় প্রেমকাহিনী" href="https://ift.tt/3DtzNAE" target="">Sharmila Tagore Birthday: মনসুর আলি খানের সঙ্গে কেমন ছিল শর্মিলা ঠাকুরের 'অমর প্রেম'? এক ঝলকে পতৌদির রাজকীয় প্রেমকাহিনী</a></strong></p> <p style="text-align: justify;">সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় শর্মিলা ঠাকুরের জন্মদিনের শুভেচ্ছাবার্তা ভরে গিয়েছে। বলিউডের অন্যান্য তারকারা থেকে পরিবারের সদস্যরা প্রত্যেকেই ইতিমধ্যে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু করিনা কপূর খান? তিনিও শুভেচ্ছা জানালেন শাশুড়ি মা-কে। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শর্মিলা ঠাকুরের সাদা-কালো থ্রো ব্যাক ছবি পোস্ট করে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন করিনা কপূর। ছবিতে শর্মিলা ঠাকুরকে চিরাচরিত তাঁর স্টাইলে দেখা যাচ্ছে। মুখে হালকা হাসি। চোখে টানা টানা কাজল। সব মিলিয়ে করিনা কপূর খানের পোস্ট করা ছবিতে সেই আগের শর্মিলা ঠাকুরকে ফিরে পেল নেট দুনিয়া। সঙ্গে বেবো লিখেছেন, 'শুভ জন্মদিন আমার সুন্দরী শাশুড়ি মা।' সঙ্গে আবার আইকনিক শব্দটা জুড়ে দিতে ভোলেননি অভিনেত্রী।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3lLAQG6" /></p> <p style="text-align: justify;">এই প্রথমবার নয়। এর আগেও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শর্মিলা ঠাকুরের সঙ্গে ছবি শেয়ার করেছেন করিনা কপূর খান। কিংবদন্তি অভিনেত্রী যে করিনার অন্যতম 'শক্তি', তাও সেখানে প্রকাশ করেছেন।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3rPSmga> <p style="text-align: justify;">প্রসঙ্গত, করিনা কপূর খানকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর পয়লা বৈশাখে।</p>

from entertainment https://ift.tt/3y3nSIR
via IFTTT
LihatTutupKomentar