Karan Johar Update: 'অডিশন' চলছে খুদে যশ জোহরের, এবার কি বলিউডে ডেবিউ?

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কর্ণ জোহর (Karan Johar) অডিশনের (Audition) ভিডিও শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে। হ্যাঁ, ঠিকই শুনছেন। রবিবার এমনই একটি ভিডিওয় দেখা গেল অডিশন নিচ্ছেন কর্ণ, খুশি-রাগ-দুঃখ প্রকাশ করে দেখাতে বলছিলেন 'অভিনেতা'কে। কার অডিশন নিলেন পরিচালক?</p> <p style="text-align: justify;">রবিবার নিজের ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। নিজের চার বছরের ছেলে যশ জোহরকে (Yash Johar) বসিয়েছেন অডিশনের চেয়ারে। বাবার কাছে নিজের অভিনয় দক্ষতার পরীক্ষা দিতে দেখা যায় খুদে জোহরকে।&nbsp;</p> <p style="text-align: justify;">বলিউডে কর্ণ জোহরের বিশেষ পরিচিতি আছে তারকা-পুত্রকে লঞ্চ করার ক্ষেত্রে। এবার নিজের ছেলেকেো খানিক পরীক্ষা করে দেখে নিলেন। মজার ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। বাবার নির্দেশ অনুসারে বিভিন্ন এক্সপ্রেশন দিতে দেখা গেল যশকে।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3mA7kDF" /></p> <p style="text-align: justify;">ভিডিওয় কর্ণকে বলতে শোনা যায় আনন্দ, দুঃখ, অবাক, রাগ, গোমড়া বিভিন্ন অনুভূতির এক্সপ্রেশন দিতে হবে যশকে। বাবার কথা মতো সে করতেও থাকে সেরকম। ভিডিও শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, 'অডিশনের সকালবেলা!' তবে শেষমেশ যশ অডিশনে পাস করল কি না জানা যায়নি। তবে ভিডিও ভাইরাল হতেই সকলের মনে প্রশ্ন তাহলে কি এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছে খুদে যশ। যদিও এই ব্যাপারে কোনও তথ্য এখনও জানা যায়নি। ভিডিওটি একেবারেই মজার ছলে করা।</p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Spider-Man: করোনাকালের বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নয়া রেকর্ড গড়ল স্পাইডারম্যান" href="https://ift.tt/32Dv42p" target="_blank" rel="noopener">Spider-Man: করোনাকালের বক্স অফিসে অবিশ্বাস সাফল্য, নয়া রেকর্ড গড়ল স্পাইডারম্যান</a></p> <p style="text-align: justify;">বলিউডে আলিয়া ভট্ট (Alia Bhatt), বরুণ ধবন (Varun Dhawan), অনন্যা পাণ্ডে (Ananya Panday), জাহ্নবী কপূর (Jahnvi Kapoor) প্রমুখের মতো একাধিক তারকা সন্তানকে লঞ্চ করেছেন কর্ণ। বলিউডে 'নেপোটিজম'-এর জন্য সমালোচিতও হয়েছেন তিনি প্রবলভাবে।</p> <p style="text-align: justify;">কিছুদিন আগে এক পোস্টে কর্ণ জোহর জানান, ধর্ম প্রোডাকশনের প্রথম 'অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি'র ছবি আসছে 'যোদ্ধা'। এই ছবির পরিচালনার দায়িত্বে সাগর অম্বর ও পুষ্কর ওঝা (Sagar Ambre &amp; Pushkar Ojha)। অভিনয়ে সিদ্ধার্থ মলহোত্র, দিশা পটানি ও রাশি খান্না।</p>

from entertainment https://ift.tt/3FxZl1t
via IFTTT
LihatTutupKomentar