<p style="text-align: justify;">মুম্বই: ইতিমধ্যেই ট্রেলার মুক্তি পেয়েছে 'এইট্টি থ্রি'র (83)। কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের (Kapil Dev) চরিত্রে অভিনয় করছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। পরিচালক কবীর খানের আগামী ছবি ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। সম্প্রতি কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব জানালেন, ট্রেলার মুক্তি পাওয়ার পর স্ত্রীর চরিত্রে দীপিকাকে দেখার পর কী প্রতিক্রিয়া হয়েছিল পরিবারের সদস্যদের মধ্যে।</p> <p style="text-align: justify;">'এইট্টি থ্রি' ছবিতে রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি. বোমান ইরানি, হার্ডি সান্ধুর মতো অভিনেতারা। সম্প্রতি একটি সাক্ষাত্কারে কপিল দেব জানান 'এইট্টি থ্রি' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর স্ত্রীর চরিত্রে দীপিকা পাড়ুকোনকে দেখে কেমন প্রতিক্রিয়া ছিল পরিবারের অন্যান্য সদস্যদের। কপিল দেব বলছেন, 'আমার মনে হয় মিশ্র প্রতিক্রিয়া ছিল। কারণ, আমি সত্যিই জানি না 'এইট্টি থ্রি' ছবিতে আমার স্ত্রীর ভূমিকা কতটা। তাই পরিবারের সদস্য়দেরও জানা নেই ছবিতে কীভাবে দেখা যাবে আমার স্ত্রীকে।' যদিও পাশাপাশি তাঁর চরিত্রে অভিয় করা রণবীর সিংহকে অসাধারণ অভিনেতাও বললেন।</p> <p style="text-align: justify;"><a title="Actress Kajol Update: রাতে ঘুমতে যাওয়ার আগে কী করেন কাজল?" href="https://ift.tt/3EknhEX" target=""><strong>আরও পড়ুন - Actress Kajol Update: রাতে ঘুমতে যাওয়ার আগে কী করেন কাজল?</strong></a></p> <p style="text-align: justify;">এর আগে রণবীর সিংহ একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন যে, কপিল দেব এবং তাঁর গোটা পরিবারই অসাধারণ। পরিবারের প্রত্যেক সদস্যের থেকেই তিনি উষ্ণ অভিবাদন পেয়েছেন। যা তাঁকে চরিত্রের মধ্যে প্রবেশ করতে আরও সাহায্য করেছে।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, গতবছর মাঝামাঝি সময় রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের ছবি 'এইট্টি থ্রি' মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা পিছিয়ে যায়। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছর ২৪ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে এই ছবি।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কি হাজির থাকবেন শাহরুখ খান?" href="https://ift.tt/3EdVDt4" target="">Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কি হাজির থাকবেন শাহরুখ খান?</a></strong></p>
from entertainment https://ift.tt/3de79sx
via IFTTT
from entertainment https://ift.tt/3de79sx
via IFTTT