John Abraham on Instagram: সাইবার 'অ্যাটাক'? আচমকা মুছল জনের সব ইনস্টা পোস্ট!

<p><strong>মুম্বই:</strong> জন আব্রাহামের ৪৯ তম জন্মদিনের আগে আচমকাই ইনস্টাগ্রাম থেকে মুছে গেল সমস্ত ছবি ও ভিডিও ।'সত্যমেব জয়তে ২'-এর তারকার এহেন আচরণে তাজ্জব ফ্যানেরা। জানা গেল, হ্যাক হয়েছে জনের ইনস্টা অ্যাকাউন্ট।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p> <p>তবে এসব মোটেও কাকতালীয় নয়। জন আব্রাহাম নাকি ইচ্ছাকৃতই নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে পোস্ট মুছে ফেলেছেন। নেটিজেনদের বোকা বানাতেই ইনস্টা ডিসপ্লে খালি করে দিয়েছেন বাটলা হাউসের অভিনেতা।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p> <p>তবে পোস্ট মুছে গেলেও ইনস্টাগ্রামের রিল কিন্তু দিব্যি দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের একটা বড় অংশ জনের ফ্যান। যদিও তাদের কাছে ইনস্টা ছবি ডিলিট করার কোনও ব্যাখ্যা দেননি। অথচ তার টুইটার অ্যাকাউন্টের সমস্ত পোস্ট রয়েছে। এতে প্রশ্ন উঠছে, আচমকাই এমন পদক্ষেপ কেন করলেন তিনি? এই প্রশ্নের উত্তর পাননি তার ৯০ লক্ষের বেশি &lsquo;ফলোয়ার&rsquo;।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p> <p>[tw]https://twitter.com/johnx__combat4/status/1470461881718431744[/tw]</p> <p><strong>আরও পড়ুন, <a title="ভিকি-ক্যাটের রিসেপশনের আমন্ত্রিতদের তালিকা প্রকাশ, রয়েছে এক বড় চমক!" href="https://ift.tt/3s11KOc" target="_blank" rel="noopener">ভিকি-ক্যাটের রিসেপশনের আমন্ত্রিতদের তালিকা প্রকাশ, রয়েছে এক বড় চমক!</a></strong></p> <p>ইনস্টাগ্রাম থেকে নিজের সমস্ত ছবি, ভিডিয়ো পোস্ট হটিয়ে দিয়েছিলেন দীপিকা। যা নিয়ে তুমুল হইচইও হয়। তবে কি পাবলিসিটি স্টান্ট করতে গিয়েই এই কাজ করেছেন অভিনেতা? কিছুদিন আগে কপিল শর্মার শো-এ একটি ভিডিয়ো ভাইরাল হয় জনের। অভিনেত্রী ও পরিচালক দিব্যা খোসলা কুমারের সঙ্গে &lsquo;সত্যমেব জয়তে ২&rsquo; ছবির প্রচারে এসেছিলেন জন। বলেছিলেন, স্ট্রেস ও খারাপ ডায়েট কতখানি ক্ষতিকারক। সেই ভাইরাল ভিডিও মুছে যায়।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>

from entertainment https://ift.tt/3dRbqm7
via IFTTT
LihatTutupKomentar