Jacqueline Fernandez: আর্থিক তছরূপের মামলায় নাম জড়ানোর মধ্যেই ফের খবরে জ্যাকলিন

<p style="text-align: justify;">মুম্বই: সময়টা ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। আর্থিক তছরূপের মামলায় নাম জড়িয়েছে শ্রীলঙ্কান সুন্দরীর। সুকেশ চন্দ্রশেখর নামে এক প্রতারক ইতিমধ্যেই ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণায় গ্রেফতার হয়েছে। আর সেই ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকার বহুমূল্য উপহার পেয়েছিলেন জ্যাকলিন। ইতিমধ্যেই জানা গিয়েছে, যে ব্যক্তিদের কাছ থেকে কোটি টাকা প্রতারণা করে সুকেশ চন্দ্রশেখর, সেই টাকা থেকেই নাকি জ্যাকলিন ফার্নান্ডেজকে বহুমূল্যের উপহার দিত সে। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে বেশ কয়েকবার নিজেদের দফতরে ডেকে পাঠিয়েছে ইডি। এমনকি তিনি এই মুহূর্তে দেশের বাইরেও যেতে পারবেন না বলে নির্দেশও জারি হয়েছে ইডির পক্ষ থেকে। কয়েকদিন আগেই ইডির দফতরে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হন জ্যাকলিন। মামলার তদন্ত এখনও চলছে। এরইমাঝে ফের খবরে শ্রীলঙ্কার সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky-Katrina Wedding: বৌমার সঙ্গে কাজ করেছেন ভিকি কৌশলের বাবা? কোন ছবিতে?" href="https://ift.tt/3ytOfIb" target="">Vicky-Katrina Wedding: বৌমার সঙ্গে কাজ করেছেন <a title="ভিকি কৌশল" href="https://ift.tt/31L9dGb" data-type="interlinkingkeywords">ভিকি কৌশল</a>ের বাবা? কোন ছবিতে?</a></strong></p> <p style="text-align: justify;">আর্থিক তছরূপের মামলায় নাম জড়ালেও কাজ থেমে থাকেনি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ইতিমধ্যেই তিনি ফের আগামী ছবির শ্যুটিং শুরু করলেন। শোনা যাচ্ছে, এই মুহূর্তে তাঁর হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে। যার মধ্যে জন আব্রাহামের সঙ্গে 'অ্যাটাক' ছবির টিজার মুক্তি পেল আজই। নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে 'অ্যাটাক' ছবির টিজার পোস্ট করেছেন জ্যাকলিন। অন্যদিকে শ্যুটিংয়ে ফিরলেন রোহিত শেট্টির (Rohit Shetty) আগামী ছবি 'সার্কাস'-এর (Cirkus)। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে রণবীর সিংহকেও (Ranveer Singh)। প্রসঙ্গে জ্যাকলিন জানিয়েছেন, 'সার্কাস' ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। এছাড়াও 'অ্যাটাক' ছবিতে জন আব্রাহামের সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে তাঁর। আশা করছেন, দুটি ছবিই দর্শককে আনন্দ দেবে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'বচ্চন পাণ্ডে' এবং 'রাম সেতু' ছবিতেও।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3m6uIbs> <p style="text-align: justify;">অন্যদিকে ইতিমধ্যেই শোনা গিয়েছে, আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে নামী ব্র্যান্ডের ডিজাইনার ব্যাগ, জিমের পোশাক, হিরের কানের দুল, ব্রেসলেট এবং আরও অনেক দামী উপহার পান জ্যাকলিন। 'রয়' অভিনেত্রী ছাড়াও এই মামলায় নাম জড়িয়েছে নোরা ফতেহিরও। তাঁকেও এর আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি।</p>

from entertainment https://ift.tt/3m8Yj4l
via IFTTT
LihatTutupKomentar