<p>১৯৮৪ তে মুক্তি পেয়েছিল সঞ্জয় দত্ত,রেখা অভিনীত 'জমিন আসমান'। এই ছবিতে ব্যবহৃত লতা মঙ্গেশকর-আর ডি বর্মনের গানের আবহে মানালি ঘুরতে গিয়ে ইনস্টা রিল বানালেন শ্রুতি দাস।</p> <p>মনের মানুষের সঙ্গে সময় কাটানোর চেয়ে ভাল আর কীই বা হতে পারে? দেখে নেওয়া যাক নীল-তৃণা জুটির এই ভিডিওটি।</p> <p>বড়দিনে বড়পর্দায় 'টনিক' নিয়ে আসছেন দেব। জিত গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ছবির টাইটেল ট্র্যাকটি গেয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই গানেই অস্মিতা-প্ররব্ধির ভিডিওয় এবার চোখ রাখা যাক।</p> <p>অবসরের সেরা বন্ধু হল গান। বোন রাজশ্রীর সঙ্গে রবীন্দ্রসঙ্গীত গাইছেন স্নিগ্ধজিত ভৌমিক। </p> <p>১৯৯৮ তে মুক্তি পেয়েছিল গোবিন্দা-রবিনা টন্ডন অভিনীত 'বড়ে মিয়া ছোটে মিয়া'। এই ছবিতে অলকা ইয়াগনিক-উদিত নারায়নের বিখ্যাত গানের আবহে নাচের ছন্দে সুমনা।</p> <p>শ্যুটিংয়ে ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। তাই অবসরে বোনদের নিয়ে সময় কাটাতে পছন্দ করেন সৌমি।</p> <p>শ্যুটিংয়ের ফাঁকে কীভাবে অবসর কাটান তন্বী? দেখুন তাঁর অবসরের নতুন ভিডিও।</p> <p>ছন্দেই থাকে আনন্দ। বন্ধুদের সঙ্গে নাচের তালে পা মেলালেন অদ্রিজা।</p> <p>মনের কথা কখনও কখনও মনেই থেকে যায়। ভালবাসা প্রকাশ পায় শুধুই চোখের ইশারায়। ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন ভিডিও কী সেই কথাই বলছে?</p> <p>প্রকৃতির কোলে ভালবাসার কথা জানালেন প্রমিতা চক্রবর্তী।</p> <p>শ্যুটিংয়ের ফাঁকে রবি ঠাকুরের গানে ইনস্টা রিল বানালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। </p> <p>সাজের সম্মোহনে দিয়া বসু। নীল শাড়িতে তাঁর এই স্টাইলিশ ভিডিও এল প্রকাশ্যে। </p> <p>নিজের গানে কাকে বার্তা দিলেন রাহুল।</p> <p>চোখের পলকে পাল্টে যাচ্ছে সঞ্চারীর ইমোশন। সোশাল মিডিয়ায় সঞ্চারী পোস্ট করলেন তাঁর মজার এই ভিডিওটি। </p> <p>বন্ধুর সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরতে গেছেন সায়ক। তাই বলে কী ইনস্টা টাইম হবে না? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনেই বানিয়ে ফেললেন তাঁর নতুন ইনস্টা রিল। </p> <p>একান্তে সময় কাটাচ্ছেন শ্রীমা। সেই মুহূর্তকে ফ্রেমবন্দি করে পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। </p> <p>মন খারাপের সঙ্গী শুধুই বন্ধু। অনন্যা আর দেবচন্দ্রিমার এই ভিডিও কী সেই বার্তাই দিচ্ছে?</p> <p>সমুদ্রের ধারে সময় কাটাতে কাটাতে হঠাতই অন্য রূপে ধরা দিলেন মিশমি। </p> <p>সিড়ি থেকে নেমেই নাচের ছন্দে পা মেলালেন রুম্পা। </p>
from entertainment https://ift.tt/3Fo42Lj
via IFTTT
from entertainment https://ift.tt/3Fo42Lj
via IFTTT