<p>৯ ডিসেম্বর ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বিয়ে। বিয়ের অনুষ্ঠানের দিনগুলিতে রানি পদ্মাবতীর স্যুইটে থাকবেন ক্যাটরিনা এবং রাজা মানসিংহের স্যুইটে থাকবেন ভিকি কৌশল।</p> <p>এই স্যুইটের বৈশিষ্ট্যগুলি হল, প্রতি স্যুইট প্রতি দিনের খরচ ৭ লক্ষ টাকা। প্রতিটি স্যুইটে পরিষেবা দেওয়ার জন্য থাকবেন ২ জন বাটলার এবং ৫ জন স্টুয়ার্ড। স্যুইটের ভিতরে রয়েছে একটি ব্যক্তিগত পুল। রয়েছে স্পা-এর ব্যবস্থাও। স্যুইটগুলিতে রাজা ও রানির ঐতিহাসিক সিংহাসনের অনুরূপ চেয়ার, সোফা, গদি এবং পর্দা লাগানো হয়েছে।</p> <p>ভিকি কৌশল ও ক্যাটরিনার কাইফের বিয়ের আগে ছবি তোলা এড়াতে সরাসরি হেলিকপ্টার থেকে আকাশপথে অনুষ্ঠানস্থলে অবতরণ করবেন তারকা জুটি। প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের দিয়ে এনডিএ স্বাক্ষর করিয়ে নেওয়া হবে যাতে কোনও গোপন তথ্য প্রকাশ্যে না আসে। অনুষ্ঠানস্থলে অতিথিদের প্রবেশের জন্য থাকছে সিক্রেট কোড। বিবাহস্থলের আশেপাশে কোনও ড্রোন দেখা গেলে তা তৎপরতার সঙ্গে নামিয়ে দেওয়া হবে। </p> <p>ডিজনি প্লাস হটস্টারে বড়দিনে মুক্তির অপেক্ষায় ‘আতরঙ্গি রে’। প্রকাশ্যে এল ছবির নতুন গান। এ আর রহমানের সুরে গানটি গেয়েছেন অরিজিত সিংহ। নতুন সাজে ধরা দিলেন অর্পিতা চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল ‘চন্ডীগড় করে আশিকি’-র নেপথ্য দৃশ্য। শ্রেয়া ঘোষালের গানের ছন্দে তাল মেলালেন সারা আলি খান ও রণবীর সিংহ। নাচের মহড়ায় ব্যস্ত মাধুরী দীক্ষিত। </p>
from entertainment https://ift.tt/3EsTJVr
via IFTTT
from entertainment https://ift.tt/3EsTJVr
via IFTTT