<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> বড়পর্দায় ফের ফেলুদা (Feluda)। প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের (SVF) হাত ধরে সন্দীপ রায় (Sandip Ray) আবারও রুপোলি পর্দায় নিয়ে আসছেন বাঙালির প্রিয় ফেলুদাকে। সত্যজিৎ রায়ের অন্যতম জনপ্রিয় ফেলুদা গল্প 'হত্যাপুরী' (Hatyapuri) নিয়ে তৈরি ছবি মুক্তি পাবে ২০২২ সালে।</p> <p style="text-align: justify;">বাঙালির প্রিয় গোয়েন্দা ফেলুদার সঙ্গে তোপসে ও জটায়ুকে ফের পর্দায় ফিরিয়ে আনতে তৈরি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সন্দীপ রায়। পুরীতে ঘটে যাওয়া একটি হত্যার রহস্য উদঘাটন করতে হাজির হবেন ফেলুদা, তোপসে ও জটায়ু। জনপ্রিয় হত্যারহস্য উপন্যাস 'হত্যাপুরী' নিয়ে ছবি তৈরি করবেন সন্দীপ রায়, ২০২২ সালে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।</p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="New Movie Update: গ্রামের মানুষ ত্রস্ত 'মনিপেত্নী'র ভয়ে, বড়দিনে আসছে নতুন ছবি" href="https://ift.tt/3Et8CXg" target="_blank" rel="noopener">New Movie Update: গ্রামের মানুষ ত্রস্ত 'মনিপেত্নী'র ভয়ে, বড়দিনে আসছে নতুন ছবি</a></p> <p style="text-align: justify;">সত্যজিৎ রায়ের 'হত্যাপুরী' এমন একটি থ্রিলার যেখানে তিন মূর্তি ফেলুদা, তোপসে, জটায়ুর 'ভেকেশন' ওলটপালট হয়ে যায় যখন তাঁরা সমুদ্র সৈকতে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পান। ফেলুদা সর্বদা অনুসন্ধিৎসু। স্বভাবতই তাঁর দুই সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী - তোপসে এবং জটায়ুর সঙ্গে সত্যের সন্ধান শুরু করেন তিনি। ফেলুদার তদন্তের সূচনার সঙ্গে, এই হত্যাকাণ্ডটি তাঁদের ডি. জি. সেন নামে একজনের কাছে নিয়ে যায়। এই ব্যক্তির বিরল পাণ্ডুলিপি সংগ্রহের প্রতি ঝোঁক দেখা যায়। গল্পটি একটি রহস্যময় মোড় নেয় যখন ডি.জি.-র বিখ্যাত পাণ্ডুলিপিগুলির মধ্যে একটি হারিয়ে যায় এবং একইসঙ্গে পুরীতে আরও একটি মৃতদেহ পাওয়া যায়। অগ্রগতির সঙ্গে সঙ্গে, ফেলুদা, তোপসে এবং জটায়ু ঘটনার গভীরে যান এবং এক গাঢ় সত্যের জাল প্রকাশিত হয়।</p> <p style="text-align: justify;">'হত্যাপুরী' ছবির গানের দায়িত্বে রয়েছেন সন্দীপ রায় নিজেই। ক্যামের পিছনে থাকবেন জনপ্রিয় সিনেমাটোগ্রাফার শমীক হালদার। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও প্রকাশ্যে আসেনি। তবে এই ছবির সঙ্গে 'এসভিএফ' বাঙালির প্রিয় প্রাইভেট ডিটেক্টিভ প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে নয়া অবতারে নিয়ে আসতে তৈরি।</p>
from entertainment https://ift.tt/3mwodiH
via IFTTT
from entertainment https://ift.tt/3mwodiH
via IFTTT