<p>Chandigarh Kare Aashiqui: হেসে-কেঁদে একাকার, ‘চণ্ডীগড় করে আশিকি’ দেখে প্রকাশ্য স্বীকারোক্তি হৃতিকের<br />মুম্বই: সমালোচকদের প্রশংসা জুটেছে আগেই। ভাল সাড়া মিলেছে বক্স অফিসেও। ‘চণ্ডীগড় করে আশিকি’ ছবির জন্য এ বার সতীর্থর ভালবাসায় ভাসলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। কোনও রাখঢাক না করে, নেটমাধ্যমে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানালেন, হাসি, কান্না, উত্তেজনা, এই ছবিটি একসঙ্গে সব কিছু অনুভব করেছেন তিনি। <br />রবিবার টুইটারে আয়ুষ্মানকে প্রশংসা ভরিয়ে দেন হৃতিক। তিনি লেখেন, ‘বন্ধু, ভারতীয় সিনেমায় অন্যতম প্রতিভাশালী অভিনেতা তুমি। অনেক দিন পর এ ভাবে অনুপ্রাণিত হলাম। এমন কিছু ঘটলে ভালই লাগে। আমাকে অনুপ্রেরণা জোগানোর জন্য ধন্যবাদ। তুমি অসাধারণ। অনেক অভিনন্দন। আলিঙ্গন।’<br />এর আগে ‘ওয়ার’ ছবিতে বাণী কপূরের (Vaani Kapoor) সঙ্গে অভিনয় করেন হৃতিক। তাঁরও ভূয়সী প্রশংসা করেন তিনি। লেখেন, ‘প্রিয় বাণী, তুমি এই ছবির মন-প্রাণ। অসম্ভব ভাল কাজ করেছো। তোমার মতো প্রতিভা সত্যিই বিরল। তোমাকে অসাধারণ বললেও, কম বলা হয়। একদম বাস্তবমুখী, দৃঢ় এবং একই সঙ্গে দুর্বলতার প্রকাশ। আমি তোমার অনুরাগী । ভালবাসা নিও। সাফল্য উপভোগ করো।’ [tw]https://twitter.com/iHrithik/status/1469956517344563201[/tw]<br />ছবির পরিচালক অভিষেক কপূরকেও অভিনন্দন জানান হৃতিক। যে ছবি একই সঙ্গে হাসায়, কাঁদায় এবং উত্তেজনা জাগায়, তার কোনও বিকল্প হয় না বলে মন্তব্য করেন হৃতিক। [tw]https://twitter.com/iHrithik/status/1469955354641543170[/tw]<br />১০ ডিসেম্বর সিনেমাঘরে মুক্তি পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’ (Chandigarh Kare Aashiqui)। ছবিটি বাণিজ্যিক ঘরানার হলেও, তাতে সামাজিক বার্তা তুলে ধরেধরা হয়েছে। আর বরাবরের মতোই ‘হটকে’ ছবি বেছে নেওয়ার জন্য প্রশংসিত হচ্ছেন আয়ুষ্মান। ছবিতে তিনি এক জন বডি বিল্ডারে চরিত্রে অভিনয় করছেন। জিমে মেয়েদের প্রশিক্ষণ দিতে আসা এক তরুণীর প্রেমে পড়েন যিনি। যখন জানতে পারেন ওই তরুণী আসলে রূপান্তরকামী, তখন যে টানাপড়েন শুরু হয়, তা নিয়েই ছবির গল্প। <br />বাণিজ্যক ছবির মোড়কে বরাবরই অন্য ধরনের গল্প তুলে ধরার জন্য পরিচিত আয়ুষ্মান। তাতে সাফল্যও পেয়েছেন তিনি। কিন্তু ঈর্ষার বদলে এক শিল্পী অন্য শিল্পীকে এ ভাবে প্রকাশ্যে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, এমনটা সচরাচর দেখা যায় না বলিউডে (Bollywood)। তাই হৃতিকেরো প্রশংসা করছে নেটদুনিয়া। </p>
from entertainment https://ift.tt/3s7pxMe
via IFTTT
from entertainment https://ift.tt/3s7pxMe
via IFTTT