<p>শ্যুটিংয়ের দেড় বছর পর অপেক্ষার অবসান। মুক্তি পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। রঙিন ছবির ভিড়ে অপুর নস্ট্যালজিয়া মাখা সাদা-কালো আবেদন আলাদা করে নজর ও মন দুই কাড়ছে দর্শকের। এই ছবিতে অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্রদের (Shreelekha Mitra) মতো পরিচিত মুখেরা এই ছবিতে ধরা দেবেন একেবারে অপরিচিত বেশে। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক শুভ্রজিৎ, সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ, মধুর ভাণ্ডারকর সহ 'অভিযাত্রীক' ছবির সমস্ত কলাকুশলীরা। সকলের চোখে মুখেই খুশির ছাপ। তারকাদ্যুতিতে ঝলমলে 'অভিযাত্রিক'-এর প্রিমিয়ার, হাজির ছিলেন টলিউডের অন্যান্য তারকারাও। ছবি দেখে উচ্ছ্বসিত সকলেই।</p>
from entertainment https://ift.tt/31qo88O
via IFTTT
from entertainment https://ift.tt/31qo88O
via IFTTT