<p>বোলপুরে শুরু হয়েছে রাজা চন্দর ছবি 'আম্রপালী'র শ্যুটিং।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন সোমরাজ ,বনি সেনগুপ্ত ও আয়ুশী তালুকদার। ত্রিকোণ প্রেমের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এই ছবি। পরিচালক রাজা চন্দ নিজেই ছবির চিত্রনাট্য লিখেছেন। সম্প্রতি ছবি নিয়ে একান্ত আলাপচারিতায় মেতে উঠলেন ছবির অন্য়তম দুই প্রধান চরিত্র সোমরাজ ও আয়ুশী।</p> <p>ছবিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আয়ুশী জানালেন, বনি আর সোমরাজ দুজন মিলে সারাক্ষণ তাকে লেগপুলিং করে গেলেও শুটিং-এর সময় দুজনের থেকেই বেশ সাহায্য় পেয়েছেন তিনি। পাশাপাশি পরিচালক রাজা চন্দও যে .সর্বক্ষণ তাকে গাইড করে গেছেন একথাও জানাতে ভুললেন না অভিনেত্রী। <br /> রিয়েল লাইফ বান্ধবী আয়ুশীর সঙ্গে প্রথমবার কাজ সোমরাজের। সেক্ষেত্রে কি খুব বেশি এক্সাইমেন্ট কাজ করছিল? এই প্রশ্নের উত্তরে সোমরাজ জানান, এই প্রথম আয়ুশীকে তিনি সহকর্মী হিসেবে পেলেন, এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভীষণ ভালো।</p> <p>ত্রিকোণ প্রেমের পাশাপাশি এই ছবিতে রয়েছে রাজনৈতিক টানাপোড়েনের গল্পও। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্য়ায়। চিত্রনাট্যে সোমরাজের বাবা চান তাঁর ছেলে গ্রামে গিয়ে রাজনীতির ভিতটা মজবুত করুক। কিন্তু গল্প মোড় নেয় অন্য়দিকে। একজন সৎ এবং সম্মানীয় মাস্টার মশাইয়ের কাছে ছেলে জীবনে এগিয়ে চলার সঠিক দিশা পান, সেটাই চায় বাবা। তবে অবশেষে কী হবে সেটাই গল্পের চমক।<br />এই ছবির পরিকল্পনা করা হয়েছিল ২০১৯ শে। তখন থেকেই সোমরাজকে নেওয়ার কথা ভেবেছিলেন পরিচালক। পরে আয়ুশী ও বনিকে বেছে নেন রাজা চন্দ। </p> <p>তবে এটা আর বলা রাখতে বাকি রাখেনা যে বনি, সোমরাজ আর আয়ুশীর এই ছবি এক ভিন্ন ধারার প্রেমের গল্প উপহার দেবে বাংলা সিনেমাপ্রেমীদের।</p> <p>আরও পড়ুুন: <a title="Twitter CEO Parag Agrawal: নতুন টুইটার সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষাল একে অপরের বন্ধু? প্রকাশ্যে তাঁদের পুরনো চ্যাট" href="https://ift.tt/3oevSmI" target="">Twitter CEO Parag Agrawal: নতুন টুইটার সিইও পরাগ আগরওয়াল এবং শ্রেয়া ঘোষাল একে অপরের বন্ধু? প্রকাশ্যে তাঁদের পুরনো চ্যাট</a></p> <p><a title="কিশোরদাকে আজও অনুসরণ করি, অমিতজি কী করে আমার শত্রু হবেন: কুমার শানু" href="https://ift.tt/3d787qD" target="">কিশোরদাকে আজও অনুসরণ করি, অমিতজি কী করে আমার শত্রু হবেন: কুমার শানু</a></p>
from entertainment https://ift.tt/3Dbsduj
via IFTTT
from entertainment https://ift.tt/3Dbsduj
via IFTTT