Abhishek Bachchan Bob Biswas: ভয়ঙ্কর 'বব বিশ্বাস'কে দেখে কী প্রতিক্রিয়া ঐশ্বর্য-জয়ার? ছোট্ট আরাধ্যাই বা কী বলছে অভিষেকের লুক দেখে?

<p style="text-align: justify;">মুম্বই: প্রায় একটা দশক হতে চলল মুক্তি পেয়েছে পরিচালক সুজয় ঘোষের ছবি 'কাহানি'। ছবির জনপ্রিয়তা সম্পর্কে যত বলা যায়, কমই বলা হবে। সেই ছবিরই হাড়হিম করা চরিত্র 'বব বিশ্বাস'কে (Bob Biswas) সম্প্রতি ছবি তৈরি করেছেন সুজয় কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। যা এখন টক অফ দ্য টাউন। 'কাহানি' ছবিতে 'বব বিশ্বাস'-র চরিত্রের জন্য বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) কাছেই প্রথম প্রস্তাব গিয়েছিল। কিন্তু সেই সময়ে কোনও কারণবশত তিনি ছবিতে অভিনয় করতে পারেননি। অভিষেকের পরিবর্তে 'বব বিশ্বাস'-র চরিত্রে অভিনয় করেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এবং প্রত্যাশা অনুযায়ী হাড়হিম করা চরিত্রে দর্শকের মনে গেঁথে যায় 'বব বিশ্বাস' চরিত্রটি। যাকে নিয়ে সম্প্রতি ছবি তৈরি করেন সুজয় কন্যা।</p> <p style="text-align: justify;">'বব বিশ্বাস' ছবিটিকে ঘিরে প্রত্যাশা ছিল শুরু থেকেই। প্রথমবার এমন ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করছেন অভিষেক বচ্চন। এর আগে তাঁকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয়ের জন্য প্রস্থেটিক মেকআপের পরিবর্তে স্বাভাবিকভাবে ওজন বাড়িয়েছিলেন অভিনেতা। যাতে চরিত্রের সঙ্গে অভিনয় মানানসই হয়। এছাড়াও এই ছবির জন্য অনেক প্রস্তুতি নিয়ে হয় তাঁকে। কিন্তু এমন ভয়ঙ্কর লুকে দেখার পর কী প্রতিক্রিয়া অভিষেক বচ্চনের পরিবারের অন্যান্য সদস্যদের?</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের গুঞ্জন আরও উস্কে মাঝরাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরলেন ভিকি" href="https://ift.tt/3EnqgMP" target="">Vicky Kaushal-Katrina Kaif Wedding: বিয়ের গুঞ্জন আরও উস্কে মাঝরাতে ক্যাটরিনার বাড়ি থেকে বেরলেন ভিকি</a></strong></p> <p style="text-align: justify;">'বব বিশ্বাস' ছবির ট্রেলার মুক্তি পেতেই অমিতাভ বচ্চনের কাছ থেকে প্রশংসা পান অভিষেক। ছেলের কাজ দেখে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের শাহেনশাহ। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বব বিশ্বাস' ছবির ট্রেলার পোস্ট করে অভিনেতা লিখেছিলেন যে, তিনি অভিষেকের জন্য গর্ব বোধ করেন। কিন্তু এমন ভয়ঙ্কর লুকে তাঁকে দেখে কী প্রতিক্রিয়া ছিল ঐশ্বর্য রাই বচ্চন কিংবা জয়ার? ছোট্ট আরাধ্যাই বা বাবাকে এমন ভয়ঙ্কর রূপে দেখে কী বলছে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানান যে, 'বব বিশ্বাস' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই আরাধ্য়া তাঁকে দেখছে। তাই তার কাছে অভিষেকের এই লুক মিষ্টিই লেগেছে। পাশাপাশি পর্দার 'বব বিশ্বাস' এটাও জানান যে, খুদে আরাধ্যা তো জানেই না যে 'বব বিশ্বাস' কী করে। তাই ওর কাছে এই লুক মিষ্টিই লেগেছে। কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা? ঐশ্বর্য কিংবা জয়া বচ্চনের প্রতিক্রিয়া প্রসঙ্গে অভিষেক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁরা প্রকাশ্যে এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চান না।</p>

from entertainment https://ift.tt/3rwKcJy
via IFTTT
LihatTutupKomentar