8/12 Trailer: বড়পর্দায় এবার বিনয়-বাদল-দীনেশ, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবির ট্রেলার আসছে ৮ ডিসেম্বর

<p><strong>কলকাতা:</strong> ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি '৮/১২'-এর টিজার। এক ঝলকেই বেশ অনেকটাই প্রত্যাশা বাড়িয়েছে। ঘোষিত হল ছবির ট্রেলার মুক্তির তারিখ। ছবির নামের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ৮ ডিসেম্বর ট্রেলার মুক্তি পাবে।&nbsp;</p> <p>কান সিং সোধার প্রযোজনা সংস্থা কে এস এস প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্টের (KSS Productions &amp; Entertainment) আগামী ছবি '৮/১২' - র ট্রেলার আসছে আগামী ৮ ডিসেম্বর। বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্তর দুঃসাহসিক রাইটার্স অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবি। অরুণ রায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পাবে সেই ঐতিহাসিক দিনে, ১৯৩০ সালে যে দিন রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করে অত্যাচারী সিম্পসনকে হত্যা করেছিলেন ভারতের দুঃসাহসী তিন সন্তান। সারা দেশ যাঁদের এক কথায় বিনয়-বাদল-দীনেশ নামে চেনে। ছবিতে উঠে আসতে চলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের বাঙ্ময় চিত্র। তার প্রমাণও পাওয়া গেল সদ্য মুক্তি পাওয়া টিজারের ঝলক থেকে।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Priyanka Sarkar Health Update: দুর্ঘটনায় ভাঙল পায়ের হাড়, বসল প্লেট, হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা সরকার" href="https://ift.tt/3di0Wfc" target="_blank" rel="noopener">Priyanka Sarkar Health Update: দুর্ঘটনায় ভাঙল পায়ের হাড়, বসল প্লেট, হাসপাতালে ভর্তি প্রিয়ঙ্কা সরকার</a></p> <p>সিম্পসনের অত্যাচারে তখন অতিষ্ট পরাধীন ভারত, দেশবাসীর উপর চলছে তীব্র অত্যাচার। তার অরাজকতায় হত্যা হোক বা ধর্ষণ, সব কিছুই হয়ে গিয়েছিল স্বাভাবিক ঘটনা। ওই সময়ে পরাধীন ভারতকে এই সিম্পসন অত্যাচারের হাত থেকে মুক্ত করতে ব্রিটিশ পোশাকে সজ্জিত হয়ে রাইটার্স বিল্ডিংয়ে অনুপ্রবেশ করেন বিনয়, বাদল ও দীনেশ। ১৯৩০ সালের ৮ ডিসেম্বরের এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল ভারতের ব্রিটিশ ভিত্তি। এবার সেই দুঃসাহসী ঐতিহাসিক ঘটনাই বড় পর্দায় দেখবে বাঙালি। ওই ঘটনাকে পর্দায় রূপ দেওয়া হবে '৮/১২' ছবিতে। কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, সুমন বসুকে দেখা যাবে এই ছবির মুখ্য চরিত্রে। অভিনয়ে এঁদের সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, দেবরাজ মুখোপাধ্যায়, গুলশনারা খাতুন, অনুষ্কা চক্রবর্তী প্রমুখরা।&nbsp;</p> <p>সদ্য মুক্তি পাওয়া টিজারে যেন চোখের সামনে ভেসে উঠল পরাধীন ভারতের এক টুকরো চিত্র। ট্রেলার মুক্তি পেতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। ট্রেলারের তারিখ ওই টিজারের মধ্যে দিয়েই ঘোষণা করে দিলেন ছবি নির্মাতারা।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3Imtouz
via IFTTT
LihatTutupKomentar