<p style="text-align: justify;">মুম্বই : বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহরের (Karan Johar) সঙ্গে অভিনেত্রী কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) দ্বন্দ্বের কথা আজ আর কারও অজানা নয়। গত কয়েক বছরে নেপোটিজন বিতর্কে বহুবার কর্ণ জোহরকে আক্রমণ করেছেন কঙ্গনা। তার উপর বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের অকাল মৃত্যুর পর 'থালাইভা' অভিনেত্রী আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন কর্ণ জোহরের প্রতি। তাই নেট নাগরিকরা কঙ্গনা রানাউত এবং কর্ণ জোহরের মধ্যে দীর্ঘদিন ধরে চলা এই দ্বন্দ্ব সম্পর্কে যথেষ্ট অবগত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় 'কুইন' অভিনেত্রীর একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কেরিয়ারের একেবারে শুরুর দিকে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়ে 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালককে এড়িয়ে গেলেন কঙ্গনা। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।</p> <p style="text-align: justify;">বেশ কিছু বছর স্ট্রাগল করার পর অনুরাগ বসুর পরিচালনায় 'গ্যাংস্টার' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় কঙ্গনা রানাউতের। ছবিটিতে অভিনয়ের জন্য দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। তারপর থেকে একের পর এক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন। বেশ কয়েকটি ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কারও। ফলে তাঁর জনপ্রিয়তা কম নয়। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন। সম্প্রতি কয়েক বছর ধরে স্টার কিডদের নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে কঙ্গনা রানাউত। বলিউডে কোনও গডফাদার না থাকায় স্ট্রাগল করা দক্ষ অভিনেতা অভিনেত্রীরা যখন সুযোগ পান না, অন্যদিকে স্টার কিডরা সহজেই বিগ বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পান, তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। আর এই স্টার কিডদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে নেপোটিজম বিতর্কে বরাবরই কর্ণ জোহরকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। ফলে বেশ কয়েক বছর ধরে কর্ণের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারেই ভালো নয়। সম্প্রতি অভিনেত্রীর একটি পুরনো ভিডিও সামনে এসেছে। যা দেখে বোঝা যাচ্ছে, শুধু আজকেই নয়, কেরিয়ারের শুরুর দিকেও কর্ণের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না কঙ্গনার।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3q69y08> <p style="text-align: justify;">সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাউতের একটি পুরনো ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'ফেস অফ দ্য ইয়ার'-র জন্য পুরস্কার নিতে যাচ্ছেন কঙ্গনা রানাউত। পুরস্কার নেওয়ার পর বক্তব্য রেখে বেরিয়ে যাওয়ার সময় সঞ্চালকের পদে থাকা কর্ণ জোহরকে এড়িয়ে গেলেন তিনি। কর্ণ তাঁর নাম বলার পরও তাঁর দিকে কোনও নজর দিলেন না। কঙ্গনার এমন ভিডিও পোস্ট হওয়ার পরই বহু নেট নাগরিকরা অভিনেত্রীর এই আচরণের জন্য তাঁকে 'অসভ্য' বলতে ছাড়েননি। অভিনেত্রী আবার সেই ভিডিও নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে লিখেছেন, 'হাঃ হাঃ। আমার অ্যাটিটিউড প্রথম থেকেই খারাপ।'</p>
from entertainment https://ift.tt/3BHHoe0
via IFTTT
from entertainment https://ift.tt/3BHHoe0
via IFTTT