Upcoming OTT Release: ছবি থেকে ওয়েব সিরিজ, নভেম্বর মাসে ওটিটিতে কী কী মুক্তি পাবে?

<p style="text-align: justify;">মুম্বই: করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। ছবি মুক্তির ক্ষেত্রে সেই সময়ে ওটিটি প্ল্যাটফর্মই (OTT) একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। করোনা পরিস্থিতিতে অনেক হিন্দি ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আবার বলিউডের (Bollywood) বহু বিগ বাজেট ছবিই সিনেমাহলে মুক্তির জন্য আটকে থেকেছে। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণার পরই সেই সমস্ত ছবিগুলির মুক্তির দিন ঘোষণা করেছেন বলিউডের পরিচালক, প্রযোজক থেকে অভিনেতা অভিনেত্রীরা। যদিও সিনেমাহল খুলে গেলেও নেক ছবিই এখনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মের আরও একটা বড় আকর্ষণ ওয়েব সিরিজ (Web Series)। তাই নভেম্বর মাস জুড়ে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বহু ওয়েব সিরিজ থেকে বলিউড ছবি। এক ঝলকে দেখে নেওয়া যাক ওটিটি প্ল্যাটফর্মে কী কী ওয়েব সিরিজ এবং ছবি মুক্তি পাবে-</p> <p style="text-align: justify;">১. জয় ভীম - আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে দক্ষিণী অভিনেতা সূর্যর ছবি 'জয় ভীম'। ইতিমধ্যেই সমালোচকদের থেকে প্রশংসা অর্জন করেছে এই ছবি।&nbsp;</p> <p style="text-align: justify;">২. অক্কর বক্কর রফু চক্কর - ক্রাইম ড্রামা সিরিজ 'অক্কর বক্কর রফু চক্কর' সিরিজটি শুরু হবে ৩ নভেম্বর থেকে। সিরিজটিতে অভিনয় করেছেন ভিকি অরোরা, অনুজ রামপাল, মোহন অগাসে, শিশির শর্মা এবং মনীষ চৌধুরীর মতো অভিনেতারা।&nbsp;</p> <p style="text-align: justify;">৩. দ্য হুইল অফ টাইম - 'দ্য হুইল অফ টাইম' দেখা যাবে আগামী ১৯ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Celebrities Update: দীর্ঘদিন ধরে রাখা লম্বা চুলের গোপন রহস্য ফাঁস করলেন ডিম্পল কাপাডিয়া" href="https://ift.tt/31j9qzT" target="">Celebrities Update: দীর্ঘদিন ধরে রাখা লম্বা চুলের গোপন রহস্য ফাঁস করলেন ডিম্পল কাপাডিয়া</a></strong></p> <p style="text-align: justify;">৪. মীনাক্ষী সুন্দরেশ্বর - সনয়া মলহোত্র এবং অভিমন্যু দাসানি অভিনীত 'মীনাক্ষী সুন্দরেশ্বর' দেখা যাবে আগামী ৫ নভেম্বর থেকে নেটফ্লিক্সে।</p> <p style="text-align: justify;">৫. রেড নোটিস - ডোয়েন জনসন, রায়ান রেনলডস অভিনীত অ্যাকশন থ্রিলার 'রেড নোটিস' দেখা যাবে আগামী ১২ নভেম্বর থেকে।</p> <p style="text-align: justify;">৬. ধামাকা - কার্তিক আরিয়ান অভিনীত 'ধামাকা' ছবিটি মুক্তি পাবে নেটফ্লিক্সে আগামী ১৯ নভেম্বর। ছবিটি পরিচালনা করেছেন রাম মাধবনী। এই ছবিতে একজন টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ানকে।</p> <p style="text-align: justify;">৭. স্পেশাল অপস ১.৫ - প্রথম সিজন 'স্পেশাল অপস' সাফল্য পাওয়ায় ফের আসতে চলেছে কে কে মেননের ওয়েব সিরিজ 'স্পেশাল অপস ১.৫'। কে কে মেনন ছাড়াও ওই ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, আদিল খান, বিনয় পাঠকের মতো অভিনেতারা।</p>

from entertainment https://ift.tt/3bChZaV
via IFTTT
LihatTutupKomentar