Srijato Wishes Shirshendu Mukhopadhyay: প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে 'স্বপ্ন'-এ মোড়া শুভেচ্ছাবার্তা শ্রীজাতর

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> ২ নভেম্বর ১৯৩৫। জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজ তিনি ৮৬ বছর পূর্ণ করলেন। প্রিয় সাহিত্যিককে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিবেদন করলেন একটি কবিতা। কবিতার নাম 'স্বপ্ন'।&nbsp;</p> <p style="text-align: justify;">মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছবি পোস্ট করেন শ্রীজাত। সঙ্গে লেখেন 'স্বপ্ন' কবিতাটি।</p> <p style="text-align: justify;">"আজব লেখার কারখানা তাঁর। গল্পে বা উপন্যাসে<br />ছুঁইয়ে রাখেন ম্যাজিক কলম, দারুণ লেখার বন্যা সে।&nbsp;<br />হাঁটতে বেরোন নিয়ম ক&rsquo;রে, বাজার করেন সবজি রোজ।<br />লেখার টেবিল ঠিক ভরে যায়, ধন্যি এলেম কব্জিরও!&nbsp;<br />দেখা হলেই শান্ত হাসেন, শান দেওয়া তাঁর বুদ্ধিতে &ndash;<br />মনপড়ুয়া হিমসিমে যায় আসলবিনে সুদ দিতে।<br />মনকে বলি, পাঠক সেজে কদ্দিনই-বা বইবি লোন?<br />বইমেলা যা, বই কিনে নে, যেথায় তিনি সই বিলোন।<br />খুদে কিংবা দুঁদে পাঠক, সুদে কি আর নামবে ঋণ?<br />চিন্তাজলে নামান তিনি হরফবাঁধা সাবমেরিন।&nbsp;<br />ভাবনা কবেই উড়ল আমার মগজমধ্যে পেন ঢুকে...<br />স্বপ্নে বুঝি আপনারা কেউ দ্যাখেননি শীর্ষেন্দুকে?<br />শুভ জন্মদিন, জাদুকর!" (অপরিবর্তিত) &nbsp;</p> <p style="text-align: justify;">আরও পড়ুন: <a title="Prosenjit Wishes Chiranjeet Chakraborty: 'দীপক দা'-কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়" href="https://ift.tt/3w6bbMn" target="_blank" rel="noopener">Prosenjit Wishes Chiranjeet Chakraborty: 'দীপক দা'-কে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়</a></p> <p style="text-align: justify;"><iframe style="border: none; overflow: hidden;" src="https://ift.tt/3BwvFPm" width="500" height="448" frameborder="0" scrolling="no" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p style="text-align: justify;">শ্রীজাতর পোস্টে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অসংখ্য অনুরাগীরাও। একইসঙ্গে তাঁর পোস্টে কবিতাটির প্রশংসা করে কমেন্ট করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মেয়ে দেবলীনা মুখোপাধ্যায়। তিনি লিখেছেন, 'খুব সুন্দর হয়েছে কবিতা। বাবাকে পড়ে শোনাবো। অনেক ধন্যবাদ শ্রীজাত।' তাঁর উত্তরে 'ভীত' কবির মন্তব্য, 'কী কাণ্ড! এইবার আমার ধুকপুকুনি শুরু হলো' কবিতার প্রশংসা করেছেন শ্রীজাতর অনুরাগীরাও।</p> <p style="text-align: justify;">অন্যদিকে, কিছুদিন আগেই করোনার কাঁটা সরিয়ে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল 'মানবজমিন' ছবিটির। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ছবির প্রযোজক রানা সরকার। শ্রীজাতর 'মানবজমিন'-এর নায়িকা প্রিয়ঙ্কা সরকার। কিন্তু টলিউডে জোর গুঞ্জন শোনা যায়, প্রযোজক রানা ও নায়িকা প্রিয়ঙ্কা সরকারের মধ্যে সমস্যা হওয়ার কারণেই নাকি অনিশ্চিত 'মানবজমিন' -এর ভবিষ্যৎ।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3q4fcA1
via IFTTT
LihatTutupKomentar