Parambrata Chatterjee Exclusive: নিয়মিত শরীরচর্চা করলেও খাদ্যরসিক, পরমব্রতর প্রিয় পদ কী?

<p>একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সমানভাবে সামলাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। একটি নয়, দুটি মেডিক্যাল থ্রিলারে কাজ করছেন তিনি। সপ্তার্শ বসুর নতুন ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়কে। তাঁরা ছাড়াও এই ছবিতে রয়েছেন বনি সেনগুপ্ত। অন্যদিকে পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন ছবি 'অ্যান্টিডোট'। এই ছবিতে জুটি বাঁধছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা। ব্যস্ত এই অভিনেতা পরিচালকের অনুরাগীর সংখ্যা নেহাৎ কম নয়। কাজের পাশাপাশি নিজেকে ফিট রাখার জন্য কী করেন পরমব্রত? আজ একটি বিপনীর উদ্বোধনে এসে এবিপি লাইভের কাছে নিজের ফিটনেস রুটিন ফাঁস করলেন পরমব্রত।</p>

from entertainment https://ift.tt/3kzuauj
via IFTTT
LihatTutupKomentar