Manike Mage Hithe: ইওহানির সঙ্গে 'মানিকে মাগে হিথে' গানে নাচ জ্যাকলিনের, ভাইরাল ভিডিও

<p style="text-align: justify;">মুম্বই: দুজনেরই জন্মভূমি শ্রীলঙ্কা। একজন বলিউডে এসে অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। আর অন্যজন গানের মাধ্যমে শ্রোতাদের মন জিতে নিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং সিংহলী গায়িকা ইওহানির (Yohani) কথাই বলছি। 'মানিকে মাগে হিথে' (Manike Mage Hithe) গানে এবার একসঙ্গে পারফর্ম করলেন জ্যাকলিন ও ইওহানি। আর সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন 'রয়' অভিনেত্রী।</p> <p style="text-align: justify;">বেশ কয়েকমাস আগে ইউটিউবে মুক্তি পায় একটি সিংহলী গান। 'মানিকে মাগে হিথে'। গানটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের এতটাই মনের কাছের হয়ে ওঠে যে তা ভাইরাল হতে সময় নেয়নি। যদিও এই গান আগেও মুক্তি পেয়েছিল অন্য গায়কের গলায়। কিন্তু তখন তা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। ইওহানি ডি সিলভা এই গানটি গাওয়ার পরই তা মারাত্মকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের তারকারাও কেউ বাকি নেই যিনি এই গানে নিজের মতো করে পারফর্ম করেননি। মাধুরী দীক্ষিত থেকে টাইগার শ্রফ, শিল্পা শেট্টিরা প্রত্যেকেই এই গানটিতে নিজের মতো করে পারফর্ম করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পাশাপাশা অন্যান্য ভাষার গায়করা এই গান নিজের মতো করে গেয়েও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর এবার দুই শ্রীলঙ্কান তারকার মেলবন্ধনে জমে উঠল 'মানিকে মাগে হিথে'।</p> <p style="text-align: justify;"><strong><a title="Kangana on Diwali 2021: দীপাবলিতে বড় ঘোষণা কঙ্গনা রানাউতের" href="https://ift.tt/3q7BfWn" target="">আরও পড়ুন - Kangana on Diwali 2021: দীপাবলিতে বড় ঘোষণা কঙ্গনা রানাউতের</a></strong></p> <p style="text-align: justify;">২০০৯ সালে রীতেশ দেশমুখের বিপরীতে 'আলাদিন' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এরপর তাঁর জনপ্রিয়তা দিন দিন বেড়েছে। কখনও তাঁকে দেখা গিয়েছে সলমন খানের বিপরীতে 'কিক' ছবিতে। তো কখনও তিনি অর্জুন রামপাল, রণবীর কপূরের সঙ্গে 'রয়' ছবিতে অভিনয় করেছেন। শেষবার তাঁকে অর্জুন কপূর, ইয়ামি গৌতম, সেফ আলি খানের সঙ্গে 'ভূত পুলিশ' ছবিতে দেখা গিয়েছে। ফলে বলিউডে তিনি গত কিছু বছরে বেশ পাকাপোক্ত জায়গা তৈরি করে নিয়েছেন। 'বচ্চন পাণ্ডে', 'সার্কাস', 'অ্যাটাক'-র মতো তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে। আর অন্যদিকে 'মানিকে মাগে হিথে' গেয়ে জনপ্রিয় হওয়া ইওহানিও খুব শীঘ্রই বলিউডে ডেবিও করতে চলেছেন। একটি ছবিতে তাঁর এই জনপ্রিয় গান হিন্দি ভার্সনে দেখা যাবে।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3GRsIwI>

from entertainment https://ift.tt/3COgX7F
via IFTTT
LihatTutupKomentar