KBC 13: রোহিত শেট্টির কাছে কাজ চাইলেন অমিতাভ বচ্চন! কী উত্তর পরিচালকের?

<p style="text-align: justify;">মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে পরিচালক রোহিত শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী' (Sooryavanshi)। মাল্টিস্টারার এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay Kumar) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। অন্য দুই ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং অজয় দেবগন। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিনেমাহল বন্ধ হয়ে থাকার কারণেই ছবি তৈরির কাজ শেষ হয়ে গেলেও মুক্তি আটকে ছিল এই ছবির। মহারাষ্ট্র সরকার সিনেমাহল খোলার ঘোষণা করার পরই নিজের ছবির মুক্তির দিন ঘোষণা করেন রোহিত শেট্টি। তাই দীপাবলিতে মুক্তি পায় 'সূর্যবংশী'।&nbsp;</p> <p style="text-align: justify;">নিজের নতুন ছবি 'সূর্যবংশী'-র প্রোমোশন করতে 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে এসেছিলেন রোহিত শেট্টি। অতিথি প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝে মাঝেই মজা করার অভ্যাস রয়েছে বিগ বি-র। আর সেখানেই পরিচালকের কাছে কাজ চেয়ে বসেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, 'রোহিত আপনি সবসময়ই ব্লকবাস্টার ছবি তৈরি করেন। ছবিতে যাঁকেই আপনি অভিনেতা অভিনেত্রী হিসেবে সুযোগ দেন, তাঁরাও ব্লকবাস্টার হিট হয়ে যান। কখনও আমাকে আপনার ছবিতে নেওয়ার কথা মনে হয়নি? আমারও তাহলে চাকরি-বাকরি জুটে যেত।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!" href="https://ift.tt/3mSvvxu" target="">বিয়ের গুঞ্জনের মাঝেই ভাইরাল ভিডিও, সলমন খানের সামনেই ক্যাটরিনাকে প্রোপোজ করলেন ভিকি কৌশল!</a></strong></p> <p style="text-align: justify;">অমিতাভ আরও বলেন, 'আমি বড় বড় সমস্ত তারকাদের সঙ্গে আপনাকে কাজ করতে দেখেছি। যদি আপনার ছবিতে আমাকে ছোট কোনও চরিত্রেও অভিনয় করার একটা সুযোগ করে দেন, তাহলে খুব কৃতজ্ঞ থাকতাম। যেমন মনে করুন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ দাঁড়িয়ে রয়েছেন। আর আমি ওদের পিছনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছি। এই রকমেরও কোনও চরিত্রে কি আমি অভিনয় করার সুযোগ পেতে পারি না? দয়া করে এমন কোনও চরিত্র থাকলে আমাকে জানাবেন। আমি আপনার সঙ্গে কাজ করতে চাই।'</p> <p style="text-align: justify;">অমিতাভ বচ্চনের সঙ্গে গলা মিলিয়ে অক্ষয় কুমারও বলে ওঠেন, 'স্যর, আমার নম্বরও সতেরো বছর পর এসেছে।' অনুষ্ঠানের একেবারে শুরুতে অমিতাভ বচ্চন রোহিত শেট্টিকে জিজ্ঞাসা করেন, তিনি কি কপ ড্রামার উপর আরও ছয় থেকে সাতটা সিনেমা তৈরি করবেন? রোহিত শেট্টিও মাথা নেড়ে তাঁর উত্তর দেন। বিগ বি বলেন, 'এটা শুনে খুব খুশি হলাম। দেখা যাক আমার নম্বর কতদিনে আসে।' এভাবেই হাসি মজায় কাটল 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৩'-র এপিসোড।</p>

from entertainment https://ift.tt/3F77IAz
via IFTTT
LihatTutupKomentar