Happy Birthday Shah Rukh Khan: বাবার জন্মদিনে পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা শাহরুখ-কন্যা সুহানা খানের

<p>মুম্বই: অক্টোবরের শুরুতে এনসিবির হাতে শাহরুখ-গৌরীর ছেলে আরিয়ান খানের গ্রেফতারির সময় থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খান পরিবার। প্রায় ২৫ দিন জেলে কাটাতে হয় আরিয়ানকে। এরপর কিং খানের জন্মদিনের দিন কয়েক আগেই জামিনে মুক্তি মেলে আরিয়ানের। সব মিলিয়ে ২ নভেম্বর 'মন্নত'-এর সামনের চেনা ছবি এবছর দেখা যায়নি। প্রত্যেক বছরের মতো এই বছর 'বাদশা'র জন্মদিনে 'মন্নত'-এর সামনে অনুরাগীদের ভিড় জমানোর অনুমতি ছিল না।&nbsp;</p> <p>এই বছর পরিবারের সঙ্গে একান্তে, নিভৃতেই জন্মদিন কাটালেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শাহরুখ-কন্যা সুহানা খান। সোশ্যাল মিডিয়ায় খুব মিষ্টি একটি ছবি পোস্ট করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সাদাকালো থ্রোব্যাক ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে খুদে সুহানাকে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন বাবা শাহরুখ খান। পাশে বসে রয়েছেন মা গৌরী খান।&nbsp;</p> <p><br /><img src="https://ift.tt/3k1s3yW" /></p> <p>সুহানা খান একই সঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় বন্ধু শানায়া কপূরকে। সেখানেও নিজেদের ছোটবেলার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, '২২, আই লভ ইউ! শুভ জন্মদিন।'</p> <p><br /><img src="https://ift.tt/2ZGaZHr" /></p> <p><br /><img src="https://ift.tt/3CFTXrJ" /></p> <p>আরও পড়ুন: <a title="Upcoming OTT Release: ছবি থেকে ওয়েব সিরিজ, নভেম্বর মাসে ওটিটিতে কী কী মুক্তি পাবে?" href="https://ift.tt/3bChZaV" target="_blank" rel="noopener">Upcoming OTT Release: ছবি থেকে ওয়েব সিরিজ, নভেম্বর মাসে ওটিটিতে কী কী মুক্তি পাবে?</a></p> <p>জীবনে যতই ঝড়ঝাপ্টা আসুক, শাহরুখ খানের অনুরাগীদের তাঁর প্রতি শ্রদ্ধা-ভালবাসা নেহাত কমার নয়। এই কথা আরও একবার প্রমাণিত হল ২ নভেম্বর, তাঁর জন্মদিনে। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে কিং খানকে নিয়ে পোস্টে। টিনসেল টাউনের বন্ধুরা থেকে শুরু করে অনুরাগী, 'বাজিগর'-কে শুভেচ্ছা জানাতে ভোলেননি কেউই। সলমন খান, আলিয়া ভট্ট, রাজকুমার রাও, করিনা কপূর খান প্রমুখ অনেকেই শুভেচ্ছা জানান শাহরুখকে। #HappyBirthdaySRK #HappyBirthdayShahRukhKhan #KingKhan #srk56 সোশ্যাল মিডিয়াগুলিতে এই সমস্ত হ্যাশট্যাগে ভরে উঠেছে শুভেচ্ছা।&nbsp;</p> <p>অভিনেত্রী অহনা কুমার কিং খানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, 'শুভ জন্মদিন শাহরুখ খান! আপনার বিনোদন, আপনার কাজ, আপনার কঠোর পরিশ্রম, আপনার মানবিকতা এবং আপনার মর্যাদা রক্ষার ধরন থেকে সবসময় প্রেরণা পাই। আর সবসময়ই পাবো। আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।' অভিনেত্রী ইশা কোপিকর, বক্সার বিজেন্দ্র সিংহ, ক্রিকেটার মুনাফ পটেল থেকে অন্যান্য তারকারাও এদিন কিং খানকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। শুভেচ্ছা জানানো হয়েছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও।</p>

from entertainment https://ift.tt/3q1l6Sd
via IFTTT
LihatTutupKomentar