Diwali 2021: ফারহান আখতারের জীবনে আলো ছড়াচ্ছেন শিবানী

<p style="text-align: justify;">মুম্বই: নিজেদের সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক, প্রযোজন এবং অভিনেতা ফারহান আখতার (Farhan Akhtar) এবং শিবানী ডান্ডেকর। যেদিন থেকে তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছেন, তাঁদের বিভিন্ন রোম্যান্টিক মুহূর্তের ছবিতে ভরে রয়েছেন অনুরাগীরাও। বলিউডের অন্যান্য সমস্ত জুটির মতো ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকরের জুটিও চর্চিত। এবার দীপাবলি (Diwali 2021) উপলক্ষে একে অপরের সঙ্গে কাটালেন তাঁরা। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন ফারহান আখতার।</p> <p style="text-align: justify;">দীপাবলিতে ইতিমধ্যেই আমরা রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে একে অপরের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাতে দেখেছি। আলিয়া ভট্ট নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোম্যান্টির মুহূর্তের ছবি পোস্ট করেছেন। এবার প্রেমিকা শিবানী ডান্ডেকরের সঙ্গে দীপাবলি সেলিব্রেট করতে দেখা গেল 'রক অন' তারকার ফারহান আখতারকে। পোশাকেও রং মিলন্তি ছিল তাঁদের। একদিকে যখন কালো পাঞ্জাবিতে সেজেছিলেন ফারহান আখতার। তখন অন্যদিকে হালকা সবুজ শাড়িতে মোহময়ী হয়ে উঠেছিলেন শিবানী ডান্ডেকর। সঙ্গে পরেছিলেন কালোর উপর কাজ করা ডিজাইনার ব্লাউজ। দীপাবলির উত্সবে দুজনকেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে পোজ দিতে দেখা যায়। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবি শেয়ার করে ফারহান আখতার লিখেছেন 'দীপাবলিতে দুজনে।' তার সঙ্গে আবার ''উজ্জ্বল করছ আমার জীবন'' হ্যাশট্যাগ দিতে ভোলেননি অভিনেতা-পরিচালক।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Diwali 2021: রসগোল্লা খেতে ব্যস্ত শিল্পা শেট্টি, ভিডিও দেখে কী বলছেন অনুরাগীরা?" href="https://ift.tt/3mND0ps" target="">Diwali 2021: রসগোল্লা খেতে ব্যস্ত শিল্পা শেট্টি, ভিডিও দেখে কী বলছেন অনুরাগীরা?</a></strong></p> <p style="text-align: justify;">ফারহান আখতার এবং শিবানী ডান্ডেকরের এই ছবিতে কমেন্টে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা। হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান থেকে অন্যান্য তারকারা কমেন্টে ভালোবাসা প্রকাশ করেছেন।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3CPjKxn> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ফারহান আখতারকে শেষবার 'তুফান' ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। তুফান ছবিতে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়। 'জি লে জারা' ছবি দিয়ে তিনি পরিচালনায় ফিরতে চলেছেন। যেখানে প্রিয়ঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভট্টকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3k7pImg>

from entertainment https://ift.tt/3bPU33S
via IFTTT
LihatTutupKomentar