<p style="text-align: justify;">মুম্বই: বলিউডের সমস্ত অভিনেত্রীদের মধ্যে ফিটনেস সচেতন হিসেবে শিল্পা শেট্টির (Shilpa Shetty) নামই সবার প্রথমে আসবে। স্বাস্থ্যের পাশাপাশি তিনি যে কতটা ফিটনেসের দিকে নজর রাখেন, তা জানতে বাকি নেই অনুরাগীদের। সেই শিল্পা শেট্টিই ব্যস্ত রয়েছেন রসগোল্লা খেতে। নিজেই পোস্ট করলেন সেই ভিডিও। আর অভিনেত্রীর মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছে কতটা তিনি রসগোল্লা উপভোগ করছেন।</p> <p style="text-align: justify;">বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা শিল্পা শেট্টি দেখলেই বোঝা যায়। ৪৬ বছর বয়সেই নিজেকে এতটাই ফিট রেখেছেন অভিনেত্রী। শরীরচর্চার ছবি এবং ভিডিও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঢুঁ মারলেই চোখে পড়ে। জিম করা থেকে যোগাভ্যাস, সবেরই ছবি এবং ভিডিও পোস্ট করে অনুরাগীদেরও স্বাস্থ্য সচেতন হওয়ার বার্তা দেন শিল্পা। সেই শিল্পা শেট্টিকেই এবার নতুন ভিডিওতে দেখা যাচ্ছে রসগোল্লা উপভোগ করতে। যা দেখে অনুরাগীরা কমেন্টে উদ্বেগ প্রকাশ করতেও বাকি রাখেননি। রসগোল্লা খাওয়া তাঁর ফিটনেসে কতটা প্রভাব ফেলবে, সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেও কমেনট করতে দেখা গিয়েছে অনেক অনুরাগীকে।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Srilekha Mitra: ফেসবুক লাইভে এসে ফুঁপিয়ে কাঁদলেন শ্রীলেখা, কেন?" href="https://ift.tt/3wlIFqg" target="">Srilekha Mitra: ফেসবুক লাইভে এসে ফুঁপিয়ে কাঁদলেন শ্রীলেখা, কেন?</a></strong></p> <p style="text-align: justify;">সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিজিও পোস্ট করেছেন শিল্পা শেট্টি। যেখানে তাঁকে তাড়িয়ে তাড়িয়ে রসগোল্লা উপভোগ করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, তাঁর পাশেই রয়েছে আরও একটা বড় হাঁড়িতে রসগোল্লা। ভিডিও পোস্ট করে শিল্পা শেট্টি লিখেছেন, ''আজ রবিবার নয় কিন্তু আজ নতুন বছর। শুভ দীপাবলি। প্রসঙ্গত, দীপাবলি উপলক্ষে আগেও প্রদীপ হাতে অনুরাগীদের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে শিল্পা শেট্টিকে। চলতি বছরটা বিশেষ ভালো না কাটলেও, দীপাবলি যে তিনি বেশ উপভোগ করেছেন, তা তাঁর মুখের অভিব্যক্তি দেখেই আন্দাজ করা যাচ্ছে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3mNwvmI> <p style="text-align: justify;">কিছুদিন আগেই 'সুপার ডান্সার চ্যাপ্টার ফোর'-র বিচারকের আসনে দেখা গিয়েছিল শিল্পা শেট্টিকে। খুব শীঘ্রই তাঁকে 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-র আগামী সিজনে বিচারকের আসনে দেখা যেতে চলেছে। চলতি বছর মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবিও। দীর্ঘদিন বাদে 'হাঙ্গামা টু' ছবি দিয়ে বড় পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী। </p>
from entertainment https://ift.tt/3mND0ps
via IFTTT
from entertainment https://ift.tt/3mND0ps
via IFTTT