Celebrities Update: দীপাবলির পবিত্র তিথিতে বাগদান সারলেন ভিকি - ক্যাটরিনা? খবর সূত্রের

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> ইন্টারনেটে জোর গুঞ্জন ডিসেম্বরেই ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) চার হাত এক হতে চলেছে। গুঞ্জন ছড়াতেই লাইমলাইটে তারকা জুটি। ক্যাটরিনার তরফে সমস্ত গুজব উড়িয়ে দেওয়া হলেও একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাজস্থানে বিয়ে সারবেন ভিকি-ক্যাট। যদিও তাঁরা কেউই এখনও সম্পর্কের কথা স্বীকার করেননি।</p> <p style="text-align: justify;"><strong>ভিকি-ক্যাটরিনার 'রোকা' অনুষ্ঠিত হয়েছে &nbsp;কবীর খানের বাড়িতে (Vicky-Katrina's Roka Ceremony Was Conducted At Kabir Khan&rsquo;s House)</strong></p> <p style="text-align: justify;">অপর এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ২০২১-এর দীপাবলির দিন গোপনে ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে রোকা বা বাগদান সেরে নিয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর, কবীর খান ও মিনি মাথুরের বাড়িতেই অনুষ্ঠান করা হয়।&nbsp;</p> <p style="text-align: justify;">ক্যাটরিনা ও কবীর খান একসঙ্গে 'নিউ ইয়র্ক', 'ফ্যানটম' ও 'এক থা টাইগার'-এর মতো ছবিতে কাজ করেছেন।&nbsp;</p> <p style="text-align: justify;">সূত্রের খবর, দীপাবলির পবিত্র দিনেই ভিকি ও ক্যাটরিনার বাড়ির লোকজন বাগদানের ব্যবস্থা করেন। যদিও এই ব্যাপারেও কিছুই বলেননি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। উল্লেখ্য, এর আগেও অগাস্ট মাসে ভিকি ও ক্যাটরিনা রোকা হয়ে গেছে বলে গুজব &nbsp;রটে। যদিও পরবর্তীকালে একটি বিবৃতি প্রকাশ করে ক্যাটরিনার টিম জানায় যে সেই খবর সঠিক নয়।</p> <p style="text-align: justify;">এই বিয়ের গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরলা হয়েছে একটি পুরনো ভিডিও। যেখানে বলিউডের ভাইজান সলমন খানের সামনেই ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিতে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে।</p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর রাজস্থানেই বিয়েটা সেরে ফেলতে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। অনুরাগীরা দুই পছন্দের তারকার বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বসিত। যদিও বিয়ে প্রসঙ্গে মুখ খোলেননি ক্যাটরিনা থেকে ভিকি কেউই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে পুরনো ভিডিও পোস্ট হয়েছে, ভিকি, ক্যাটরিনার বিয়ের গুঞ্জনের মাঝে তা মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওটি আসলে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। সেখানেই সকলের সামনে ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন ভিকি কৌশল। আর ভিকির কাছ থেকে বিয়ের প্রস্তাব পেয়ে লজ্জায় লাল হয়ে যেতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।</p> <p style="text-align: justify;">ভিডিওটিতে ভিকি কৌশলকে ক্যাটরিনা কাইফের উদ্দেশে বলতে দেখা যাচ্ছে, 'কেন তুমি ভিকি কৌশলের মতো একটি ছেলে খুঁজে নিচ্ছ না আর ওকে বিয়ে করছ না? এখন বিয়ের মরসুম চলছে। তাই আমি মনে করলাম তুমিও হয়তো বিয়ে নিয়ে এমন কিছু ভাবছ। তাই তোমাকে জিজ্ঞাসা করেই ফেললাম।' ভিকি কৌশলের কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে ক্যাটরিনা কাইফ 'কী?' বলে প্রশ্ন করেন। এমন পরিস্থিতির মাঝেই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সলমন খানের জনপ্রিয় গান 'মুঝসে শাদি করোগি'। ব্যাকগ্রাউন্ডে গান বেজে উঠতেই ভিকি কৌশলও গেয়ে ওঠেন, 'মুঝসে শাদি করোগি?' এমন পরিস্থিতিতে লজ্জায় লাল হয়ে যান ক্যাটরিনা কাইফ। উল্লেখযোগ্যভাবে সলমন খানকেও এই ভিডিওতে দেখা গিয়েছে বারবার।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3qeVlxW
via IFTTT
LihatTutupKomentar