Aryan Khan's Drug Case : এবার শাহরুখ-পুত্রের মামলা সামলাবেন এই আইপিএস অফিসার

<p><strong>মুম্বই :</strong> আরিয়ান খান মাদক মামলা থেকে ইতিমধ্যেই সরানো হয়েছে সমীর ওয়াংখেড়েকে। তাঁর জায়গায় এবার এই মামলার দায়িত্ব নেবেন আইপিএস অফিসার সঞ্জয় কুমার সিংহ। এজন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। প্রসঙ্গত, সঞ্জয় কুমার সিংহ একজন ডেপুটি ডিরেক্টর জেনারেল পদমর্যাদার অফিসার। নিউ দিল্লিতে এনসিবি-র সদর দফতরের অপারেশন ব্রাঞ্চ থেকে সিট-এর সদস্যরা আজ মুম্বই পৌঁছন। আরিয়ান খান মাদক মামলা সহ ছটি মামলার দায়িত্ব নেবেন তাঁরা।&nbsp;</p> <p>এদিকে এনসিবি-র ভিজিল্যান্স টিম মুম্বই জোনাল অধিকর্তা সমীর ওয়াংখেড়ে এবং অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করেছে। তাৎপর্যপূর্ণভাবে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানের মামলা থেকেও ওয়াংখেড়েকে সরানো হয়েছে। তবে, মুম্বই এনসিবি-র জোনাল ডিরেক্টর ওয়াংখেড়েই থাকছেন।&nbsp;</p> <p><strong>কিন্তু, কে এই সঞ্জয় কুমার সিংহ ?</strong></p> <p>সঞ্জয় কুমার সিংহ ১৯৯৬ ব্যাচের ওড়িশার আইপিএস অফিসার। এনসিবি-তে যোগ দেওয়ার আগে, তিনি ওড়িশা পুলিশের এডিজি হিসেবে ড্রাগ টাস্ক ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন। ২০০৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সিবিআই-য়ে কাজ করেন সঞ্জয় কুমার সিংহ। সংস্থার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে তিনি একাধিক হাই-প্রোফাইল মামলা সামলেছেন। এছাড়া ওড়িশা পুলিশের আইজিপি, পার্সোনেল পদে এবং ওড়িশা পুলিশের টুইন সিটির অ্যাডিশনাল কমিশনার হিসেবে কাজ করেছেন। ২০২১-এর জানুয়ারিতে তাঁকে সেন্ট্রাল এজেন্সিতে ডেপুটেশনে পাঠানো হয়। এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে যোগ দেন।</p> <p>উল্লেখ্য, মাদক মামলায় তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede)। শাহরুখ পুত্র আরিয়াখানের (Aryan Khan) মাদক কাণ্ডের প্রধান তদন্তকারীর ভূমিকায় ছিলেন সমীর। &nbsp;নবাব মালিকের জামাইয়ের বিরুদ্ধে মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে।&nbsp;</p> <p>আরিয়ান খান (Aryan Khan Drug Case) গ্রেফতারের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) মুম্বইয়ের জোনাল ডিরেক্টোর সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede) বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তোলেন এই মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। তার ওপর এনসিবি কর্তার হঠাৎ দিল্লিতে যাওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।</p>

from entertainment https://ift.tt/3wku6D4
via IFTTT
LihatTutupKomentar