Aishwarya Rai: দীপিকা পাড়ুকোনের কোন কোন হিট ছবির প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই?

<p style="text-align: justify;">মুম্বই : আজ ১ নভেম্বর। আজ জন্মদিন বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। প্রাক্তন মিস ওয়ার্ল্ডকে 'হম দিল দে চুকে সনম', 'দেবদাস'-র মতো পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। আবার সেই তিনিই হৃত্বিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন 'গুজারিশ' ছবিতে। পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বরাবরের পছন্দের অভিনেত্রী ঐশ্বর্য রাই। তাই পরবর্তীকালেও বিভিন্ন ছবির ছবির 'তাল' অভিনেত্রীর কাছেই প্রথম প্রস্তাব গিয়েছে।</p> <p style="text-align: justify;">সঞ্জয়লীলা বনশালীর পছন্দের অভিনেত্রী হওয়ার কারণে তিনি যখন 'পদ্মাবত' এবং 'বাজিরাও মস্তানি' ছবি তৈরি করছেন, তখন নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কিন্তু ঐশ্বর্যের জন্য সঠিক সহ-অভিনেতা স্থির না হওয়ার কারণে পরিচালকের দুটি ছবিতেই অভিনয় করা হয়নি 'জোশ' অভিনেত্রীর।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Halloween 2021: হ্যালোউইনের ভয়ঙ্কর সাজে হাজির শ্রাবন্তী, দেখে আতঙ্কিত অনুরাগীরা" href="https://ift.tt/3BxV37s" target="">Halloween 2021: হ্যালোউইনের ভয়ঙ্কর সাজে হাজির শ্রাবন্তী, দেখে আতঙ্কিত অনুরাগীরা</a></strong></p> <p style="text-align: justify;">ঐশ্বর্য রাই একটি সাক্ষাৎকারে বলেছিলেন, 'তিনি (সঞ্জয়লীলা বনশালী) আমার জন্য বাজিরাও খুঁজে পাননি। তিনি আমাকে পদ্মাবত ছবির জন্য চেয়েছিলেন। কিন্তু আমার জন্য খিলজিকে খুঁজে পাননি। আর তাই ওই ছবিগুলিতে আমার অভিনয় করা হয়নি। তাই দিনের শেষে কাস্টিংটা খুবই জরুরি। অনেক সময়ই কাস্টিং ঠিকঠাক না হলে একসঙ্গে কাজ করাও সম্ভব হয় না। আমরা একে অপরের সঙ্গে কাজ করতে খুবই পছন্দ করি। দেখা যাক, পরবর্তীতে কবে ওঁর সঙ্গে কাজ করার সুযোগ হয়।'</p> <p style="text-align: justify;">দু'দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করে গিয়েছেন ঐশ্বর্য রাই। বিভিন্ন পরিচালকের ছবির প্রথম পছন্দই থাকতেন তিনি। কিন্তু নানা কারণে বহু পরিচালকের ছবিতে কাজ করা হয়নি তাঁর। পরবর্তীকালে অন্য বলিউড অভিনেত্রীর কাছে সেই ছবির প্রস্তাব যায়। তেমনই 'হম দিল দে চুকে সনম' ছবিতে ঐশ্বর্য-সলমনের হিট জুটির পর 'বাজিরাও মস্তানি' ছবিতেও এই জুটিকেই চেয়েছিলেন পরিচালক সঞ্জয়লীলা বনশালী। কিন্তু অভিনেত্রীর জন্য 'যোগ্য' সঙ্গ না পাওয়ায় পরবর্তীকালে প্রস্তাব যায় দীপিকা পাড়ুকোনের কাছে।</p>

from entertainment https://ift.tt/3CLbQoI
via IFTTT
LihatTutupKomentar