Mumbai Drugs Cruise Case: মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বয়ান রেকর্ড সমীর ওয়াংখেড়ের

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদককাণ্ডে ঘুষ নেওয়ার অভিযোগে বিভাগীয় তদন্তের জন্য এজেন্সির মুম্বই জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিবৃতি রেকর্ড করা শুরু করেছে।</p> <p>সাংবাদিকদের উদ্দেশে এনসিবির তরফে জ্ঞানেশ্বর সিংহ বলেন, যে ওয়াংখেড়ে বয়ান রেকর্ড করা হচ্ছে। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে যে পাঁচজনের টিম গঠিত হয়েছে তাঁদের অন্যতম হলেন জ্ঞানেশ্বর সিংহ।</p> <p>সূত্রের খবর অনুযায়ী, তদন্তকারী দল আজই মুম্বই এসে পৌঁছেছে। তাঁরা দক্ষিণ মুম্বইয়ের বালার্ড এস্টেটের এনসিবি অফিস থেকে বেশ কিছু নথি ও রেকর্ডিং সংগ্রহ করেছেন।</p> <p>'আমরা ওয়াংখেড়ের বয়ান রেকর্ড করা শুরু করেছি। এটি খুব সূক্ষ্ম ব্যাপার ও তদন্তের সমস্ত তথ্য সঙ্গে সঙ্গে জানানো সম্ভব নয়,' মিডিয়াকে বলেন জ্ঞানেশ্বর সিংহ। একইসঙ্গে সকল সাক্ষীদেরও ডেকে বয়ান রেকর্ড করানো হচ্ছে বলে তিনি জানান।&nbsp;</p> <p>মুম্বইয়ের প্রমোদ তরীর মাদক মামলায় চাঞ্চল্যকর মোড়। আরিয়ান খান গ্রেফতারের পর চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বইয়ের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে 'তোলাবাজির' অভিযোগ তোলেন এই মামলার এক সাক্ষী প্রভাকর সেইল। এদিকে, সোমবার রাতে এনসিবি কর্তার হঠাৎ দিল্লিতে যাওয়া নিয়ে শুরু হয় জোর বিতর্ক।</p> <p>প্রভাকর সেইল একটি হলফনামার মাধ্যমে অভিযোগ করেন যে একটি খালি কাগজে তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে। তিনি তাঁর হলফনামার মাধ্যমে দাবি করেছেন যে এনসিবি যে রাতে ক্রুজে অভিযান চালায় সেই রাতে তিনি মূল সাক্ষী কেপি গোসাভির সঙ্গে &nbsp;ছিলেন। সেই নথিতেই তিনি এই আর্থিক লেনদেনের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, মাদককাণ্ডে গোসাভির সঙ্গে ১৮ কোটি টাকার চুক্তি হয়েছিল শ্যাম ডি&rsquo;সুজা নামে এক ব্যক্তির। তা থেকে ৮ কোটি টাকা এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা ছিল।&nbsp;</p> <p>অন্যদিকে, এনসিপি নেতা নবাব মালিক সম্প্রতি অভিযোগ করেছেন, জন্ম শংসাপত্রে তাঁর নাম সমীর দাউদ ওয়াংখেড়ে। কিন্তু ইউপিএসসি ফর্মে তাঁর নাম সমীর ড্যানদেব ওয়াংখেড়ে। সেই নথি তিনি ট্যুইটও করেন। তিনি এও অভিযোগ করেছেন, "ওয়াংখেড়ের নাম 'সমীর দাউদ ওয়াংখেড়ে'। তিনি জন্মসূত্রে একজন মুসলিম। আমি তার জন্মের সার্টিফিকেট (অনলাইন) প্রকাশ করেছি। আমাকে এটি খুঁজে বের করার জন্য কঠিন চেষ্টা করতে হয়েছিল। সে বোগাস সার্টিফিকেটের আইআরএস চাকরি পেয়েছে... আমি তার 'বোগাসগিরি'-এর আরও কাজ প্রকাশ করব।"</p>

from entertainment https://ift.tt/3BnU1L0
via IFTTT
LihatTutupKomentar