<p style="text-align: justify;">মুম্বই : দীর্ঘ ছাব্বিশ দিনের আইনি লড়াইয়ের পর অবশেষে জামিন মঞ্জুর হয়েছে আরিয়ান খানের (Aryan Khan)। মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান। মাদককাণ্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনসিবি। এরপর থেকেই বারংবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে নিম্ন আদালত। গত সপ্তাহেই তাই বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেন আরিয়ানের আইনজীবীরা। আর গতকাল স্বস্তি দিয়ে আরিয়ান খানের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। ফলে স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আরিয়ানের গ্রেফতারি থেকে জামিন পর্যন্ত কোনও প্রসঙ্গে কথা বলতে শোনা যায়নি কিং খান কিংবা গৌরীকে। তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়াতেও। কিন্তু ছেলের জামিন মঞ্জুরের ঘোষণার পর কী প্রতিক্রিয়া ছিল আরিয়ানের বাবা-মায়ের, তা জানালেন আইনজীবী মুকুল রোহতাগী।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের" href="https://ift.tt/2ZvjJAB" target="">Aryan Khan Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুরের খবরে শাহরুখ খানের হিট ডায়লগ দিয়ে প্রতিক্রিয়া মন্ত্রী নবাব মালিকের</a></strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি একটি সাক্ষাৎকারে আরিয়ান খানের আইনজীবী মুকুল রোহতাগী বলেন, 'আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণা শুনেই আনন্দে কেঁদে ফেলেছিলেন শাহরুখ খান।' তিনি আরও বিস্তারিতভাবে বলেন, 'শাহরুখ খান খুবই চিন্তায় ছিলেন শেষ তিন-চারটে দিন। এমনকি আমি এটাও নিশ্চিতভাবে বলতে পারছি না, তিনি সঠিকভাবে খাওয়া-দাওয়া করছিলেন কিনা। সারাদিন শুধু কফি-কফি আর কফি। আর সারাদিন মারাত্মক চিন্তায় থাকতেন। বাবার আনন্দ কী হয়, তা আমি কাল দেখেছি।'</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার" href="https://ift.tt/3bgy1r0" target="">Aryan Khan Gets Bail: আরিয়ান খানের জামিন মঞ্জুর হতেই কড়া প্রতিক্রিয়া শত্রুঘ্ন সিনহার</a></strong></p> <p style="text-align: justify;">মামলা চলাকালীন আরিয়ানের সম্পর্কে আইনজীবী মুকুল রোহতাগীকে জানানোর চেষ্টা করেন শাহরুখ খান। সেই সম্পর্কেই তিনি বলছেন, 'তিনি (শাহরুখ খান) আইনজীবী নন। কিন্তু ওঁর মধ্যে মারাত্মক পরিমাণে সাধারণ জ্ঞান রয়েছে। আমাকে আরিয়ানের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানানোর চেষ্টা করতেন। ছেলে কোথায় পড়াশোনা করেছে, কার কার সঙ্গে ছেলের জানাশোনা রয়েছে, কাদের সঙ্গে ও চ্যাট করত, সমস্ত কিছুটা আমাকে জানানোর চেষ্টা করতেন।'</p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণার পর যখন মা গৌরী ইন্ডাস্ট্রির কোনও পরিচিত কারও সঙ্গে ফোনে কথা বলছিলেন, তখন বারবার কেঁদে ফেলছিলেন। বৃহস্পতিবার আরিয়ানের জামিন মঞ্জুর হওয়ার পর সোনু সুদ, মাধবন, মালাইকা অরোরার মতো বলিউডের একাধিক তারকা খুশিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।</p>
from entertainment https://ift.tt/3Gs6qBz
via IFTTT
from entertainment https://ift.tt/3Gs6qBz
via IFTTT