Kareena Kapoor Update: 'আমার জীবনের ভালবাসার সঙ্গে', জয়সলমির থেকে কার ছবি পোস্ট করলেন করিনা?

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> আপাতত রাজস্থানে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান। সেখান থেকেই 'নিজের জীবনের ভালবাসা'র ছবি পোস্ট করলেন বেবো। সম্প্রতি দুই ছেলে ও স্বামীর সঙ্গে করিনা পাড়ি দিয়েছেন জয়সলমিরে। সেখান থেকেই তৈমুরের একটি মিষ্টি ছবি পোস্ট করলেন অভিনেত্রী।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3CvZDEu" /></p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3EwXGby" /></p> <p style="text-align: justify;">সোশ্যাল মিডিয়ায় এমনিতে বেশ সক্রিয় করিনা কপূর। সেখানেই তিনি বড় ছেলে তৈমুরের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লেখেন, 'আমার জীবনের ভালবাসার সঙ্গে' (With the love of my life)। সাদা স্ট্রাইপ টিশার্ট ও হলুদ জুতো পরে সিঁড়িতে চড়ে বসেছে খুদে টিম।&nbsp;</p> <p style="text-align: justify;">নিজেরও একটি ছবি পোস্ট করেছেন বেবো। ক্যাপশনে লিখেছেন, 'ঘুরে বেড়াচ্ছি'।&nbsp;</p> <p>এতদিন অনুরাগীরা মুখিয়ে থাকতেন খুদে তৈমুরের ছবি দেখার জন্য, এখন সেই তালিকায় সংযোজন জেহ। কিছুদিন আগেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয় একরত্তি জেহ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আরও একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন বেবো।&nbsp;</p> <p>'জব উই মেট' অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি কিউট ছবি পোস্ট করেছেন জেহ-এর, সঙ্গে মজাদার ক্যাপশন। তাঁর মতে খুদে জাহাঙ্গির আপাতত যোগাভ্যাসে ব্যস্ত। এমনিতেই করিনা কপূর যে ফিটনেস ফ্রিক তা সকলেরই জানা। এই অবস্থায় জাহাঙ্গিরও যদি যোগ-প্রেমী হয়ে ওঠে তাহলে অবাক হওয়ার কিছুই নেই।</p> <p>ক্যাপশনে করিনা লেখেন, 'ডাউনওয়ার্ড ডগ।' পরিবারের সকলের রন্ধ্রে রন্ধ্রে যোগব্যায়ামের অভ্যেস রয়েছে বলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন এই ছবি। আট মাসের জাহাঙ্গির ক্যামেরাবন্দি হলেন 'পাইক পজিশন'-এ। ছবিতে খুদের মুখ যদিও দেখা যাচ্ছে না। তবে মিষ্টি ছবিতে ভালবাসার বার্তা দিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা।&nbsp;</p> <p>আরও পড়ুন: <a title="Akshay on Sooryavanshi: নতুন ছবি পোস্ট করে 'হেরা ফেরি'-র আমেজ ফিরিয়ে দিলেন অক্ষয় কুমার" href="https://ift.tt/3btgETX" target="_blank" rel="noopener">Akshay on Sooryavanshi: নতুন ছবি পোস্ট করে 'হেরা ফেরি'-র আমেজ ফিরিয়ে দিলেন অক্ষয় কুমার</a></p> <p>জাহাঙ্গির আলি খানের ছবিতে মিষ্টি কমেন্ট করেন করিশ্মা কপূর, অমৃতা অরোরা, সাবা আলি খানও। করিশ্মা কপূর লেখেন, 'আমাদের জান'। সাবা আলি খান লেখেন, 'জে, জাদুর ঝাপ্পি।'</p>

from entertainment https://ift.tt/3GM1Kqm
via IFTTT
LihatTutupKomentar