Kareena Kapoor Son Pic: সবাই যখন হ্যালোউইনে সাজছে, তখন কী কাজে ব্যস্ত তৈমুর?

<p style="text-align: justify;">মুম্বই: মায়ের নাম করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। বাবার নাম সেফ আলি খান (Saif Ali Khan)। ঠাকুমার নাম শর্মিলা ঠাকুর। আর ঠাকুরদার নাম মনসুর আলি খান পতৌদি। যার পরিবারের সদস্যদের নাম এগুলো। সে তো জন্ম থেকেই তারকা হবেই। তাই জন্মের পর থেকেই তারকাসুলভ আচরণ পেতে অভ্যস্ত সেফ-করিনার বড় ছেলে তৈমুর (Taimur)। ছোট থেকেই সে কী করছে, কী খাচ্ছে, কীভাবে বড় হচ্ছে, সমস্ত কিছুই জানার আগ্রহ নেট নাহরিকদের। পাপারাজ্জিরাও ক্যামেরা তাক করে বসে থাকেন তৈমুরের একটি ছবি তোলার জন্য। যদিও করিনা কপূর খান প্রায়শই বড় ছেলের নানা ছবি এবং ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে থাকেন। আর সেই সমস্ত ছবিতে লাইক এবং কমেন্টে ভরিয়ে দেন অনুরাগীরা। এবারও তেমনই একটি ছবি পোস্ট করেছেন বেবো। আর অন্যান্যবারের মতো এবারও লাইক কমেন্টে ভরে গিয়েছে বেবোর ছোট্ট টিমের ছবি।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে" href="https://ift.tt/3nHixC1" target="">Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে</a></strong></p> <p style="text-align: justify;">সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তৈমুরের একটি ছবি পোস্ট করেছেন করিনা কপূর খান। যেখানে বেবোর ছোট্ট টিমকে (করিনা কপূর খান তাঁর আদরের বড় ছেলেকে এই নামেই ডাকেন) পুলের ধারে বসে আরাম করতে দেখা যাচ্ছে। সামনেই রয়েছে লেমোনেডের গ্লাস। আর পুলের ধারে বসে কোনওদিকে তাকিয়ে একমনে দেখছে ছোট্ট তৈমুর। ছবি পোস্ট করে করিনা ক্যাপশনে লিখেছেন, 'পুলের ধারে বসে আরাম করতে করতে সকলের হ্যালোউইনের সাজ দেখছে'। প্রসঙ্গত, তৈমুরের এই ছবিতে সেফ আলি খানের ছোটবেলার ছায়া দেখতে পাচ্ছেন অনুরাগীরা। কমেন্টে তাঁরা এমনটাই জানাচ্ছেন। নেট নাগরিকদের পাশাপাশি কমেন্টে ভরিয়ে গিয়েছেন বলি পাড়ার অন্যান্য তারকারাও। বলিউড অভিনেতা অর্জুন কপূর লিখেছেন, 'গ্লাসটা ওর থেকে বড়'। এছাড়াও করিশ্মা কপূর থেকে অমৃতা অরোরা সকলেই ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দিয়েছেন। সম্প্রতি পরিবারের সঙ্গে জয়সলমিরে বেড়াতে গিয়েছেন করিনা কপূর খান। সেখান থেকেই তৈমুরের নানা মেজাজের ছবি পোস্ট করছেন।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3mxM3el> <p style="text-align: justify;">প্রসঙ্গত, সামনেই 'লাল সিংহ চাড্ডা' ছবিটি মুক্তি পাবে করিনা কপূর খানের। এই ছবিতে আমির খানের সঙ্গে দেখা যাবে তাঁকে। এছাড়াও তাঁর হাতে একাধিক ছবির কাজ রয়েছে।</p>

from entertainment https://ift.tt/3GGPyaq
via IFTTT
LihatTutupKomentar