Aryan Khan Drug Case: ছেলের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা শাহরুখ-গৌরির? খবর সূত্রের

<p style="text-align: justify;"><strong>মুম্বই: &nbsp;</strong>দীপাবলিতে কি এবার মন্নত অন্ধকারই থাকবে? খান পরিবারে কি জ্বলবে না দীপের আলো? বারবার আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় এই প্রশ্নগুলোই উঠে আসছিল অনুরাগীদের মনে। তবে সেই অন্ধকারেও আলো ফোটে বৃহস্পতিবার। জামিন মঞ্জুর হয় আরিয়ান খানের। শুক্রবারই প্রথম শাহরুখ খানের (Shah Rukh Khan ) বাংলো মন্নতের ছাদে আলোর মালা দেখা যায়।</p> <p style="text-align: justify;">অবশেষে আজ ২৩ দিন পর জেলমুক্তি হয় আরিয়ানের ( Aryan Khan drug case )। বেল বক্সে পৌঁছয় রিলিজ অর্ডার। মন্নত থেকে ছেলেকে আনতে যান খোদ শাহরুখ খান।&nbsp; ২৮ দিন পর বাড়ি ফিরলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। তার ৩ দিন আগে ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন অভিনেতা।&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>আরিয়ানের জন্য শাহরুখ-গৌরির পরিকল্পনা (SRK-Gauri's Plans&nbsp;For&nbsp;Aryan&nbsp;)</strong></p> <p style="text-align: justify;">এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শাহরুখ খান ও গৌরি খান ছেলের জন্য মেডিক্যাল চেক-আপের ব্যবস্থা করেছেন। একইসঙ্গে কাউন্সেলিং সেশনেরও ব্যবস্থা করেছেন তিনি। প্রায় তিন সপ্তাহ জেলে কাটানোর পর আরিয়ানকে সেই ট্রমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতেই কাউন্সেলিংয়ের আয়োজন, খবর সূত্রের।&nbsp;</p> <p style="text-align: justify;">করোনা অতিমারীর আবহে এবং জেলের ভিতরের পরিস্থিতির কথা মাথায় রেখেই শাহরুখ-গৌরি চাইছেন আরিয়ানের বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে, খবর সূত্রের।</p> <p>জামিন মঞ্জুর হয়েছিল বৃহস্পতিবার। কিন্তু, নির্ধারিত সময়ের মধ্যে সেই নথি আর্থার রোড জেলে না পৌঁছনোয়, শুক্রবারও ছাড়া পাননি আরিয়ান। শনিবার সকাল থেকে শুরু হয় তাঁকে ছাড়ার আইনি প্রক্রিয়া। মন্নত থেকে রওনা হয়ে যান শাহরুখ খান। সূত্রের খবর, আর্থার রোড জেলের কাছে একটি হোটেলে অপেক্ষা করছিলেন শাহরুখ।</p> <p>এরপর আর্থার রোড জেল থেকে মহালক্ষ্মী, ওরলি-বান্দ্রা সি লিঙ্ক, লীলাবতী হাসপাতাল হয়ে মন্নতের দিকে এগোয় গাড়ি। শাহরুখ খানের বাংলোয় তখন অপেক্ষায় পরিবারের সদস্যরা। কয়েকজনকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। মন্নতের সামনে জড়ো হয়ে যান শাহরুখ খানের ভক্তরাও। শাহরুখ ও আরিয়ানের গাড়ি সেখানে পৌঁছতেই, গাড়ি ঘিরে ভিড় জমে যায়। উচ্ছ্বসিত অনুরাগীদের আনন্দ করতেও দেখা যায়।</p> <p>আরও পড়ুন: <a title="Kareena Kapoor Update: 'আমার জীবনের ভালবাসার সঙ্গে', জয়সলমির থেকে কার ছবি পোস্ট করলেন করিনা?" href="https://ift.tt/3GM1Kqm" target="_blank" rel="noopener">Kareena Kapoor Update: 'আমার জীবনের ভালবাসার সঙ্গে', জয়সলমির থেকে কার ছবি পোস্ট করলেন করিনা?</a>&nbsp;</p>

from entertainment https://ift.tt/3CJVA7P
via IFTTT
LihatTutupKomentar