Aryan Khan Case : আজ ফের বম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি

<p>মুম্বই : মঙ্গলবারের পরে বুধবার। ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে বম্বে হাইকোর্টের দ্বিতীয় দিনের শুনানিতেও,আরিয়ান খানের জামিনের আবেদনের নিষ্পত্তি হয়নি। তাই শাহরুখ-পুত্রকে বুধবার রাতও কাটালেন জেলে।&nbsp;</p> <p>বৃহস্পতিবার ফের আরিয়ান-সহ ৩ জনের জামিনের আবেদনের শুনানি হবে বম্বে হাইকোর্টে।&nbsp;গত ২০ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি ২৩ বছরের আরিয়ান।&nbsp;<br /><br />সেশনস কোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পরে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বম্বে হাইকোর্টের বিচারপতি নীতীন সামব্রের এজলাসে দ্বিতীয় দিনের শুনানিতে, মডেল মুনমুন ধামেচার আইনজীবী কাশিফ খান দেশমুখ জামিনের আবেদনের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তাঁর মক্কেল একজন মডেল। কর্মসূত্রেই একজনের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তিনি ক্রুজে গিয়েছিলেন।<br /><br />আরিয়ানের আইনজীবী মুকুল রোহতগি&nbsp;আদালতকে, গ্রেফতারির মেমো সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানান। বলেন, আরিয়ানের গ্রেফতারির সময় কোনও ষড়যন্ত্রের অভিযোগ ছিল না।&nbsp;ধৃত আরবাজ মার্চেন্টের আইনজীবী অমিত দেশাই সওয়াল করে বলেন,&nbsp;</p> <p>হোয়াটসঅ্যাপ চ্যাটের কোথাও কোনও ষড়যন্ত্রের তত্ত্ব প্রতিষ্ঠিত হচ্ছে না।&nbsp;আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার না হলেও, হোয়াটস অ্যাপ চ্যাটের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই বিষয়টি নিয়ে আরিয়ানের বন্ধু ও অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যাকেও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।&nbsp;</p> <p>বুধবার সওয়াল-জবাবের পরে আদালত জানিয়ে দেয়, বৃহস্পতিবার ফের জামিন আর্জির শুনানি হবে।&nbsp;বম্বে হাইকোর্টে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হয়ে সওয়াল করবেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং।&nbsp;</p> <p>NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে। সরকারি চাকরি পেতে, সমীর জাতিগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন বলে অভিযোগ, NCP নেতা নবাব মালিকের। তাঁর দাবি, সরকারি চাকরি পেতে জন্মগত শংসাপত্রে ভুয়ো তথ্য দিয়েছেন সমীর। এনসিপি নেতা আরও বলেন, এটা ধর্মের বিষয় নয়, সমীর ওয়াংখেড়ে ভুয়ো তথ্য দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সরকারি চাকরি পাওয়া থেকে বঞ্চিত করেছেন।অভিযোগ অস্বীকার করেছে সমীর ওয়াংখেড়ের পরিবার।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3vTcMoL
via IFTTT
LihatTutupKomentar