<p><strong>মুম্বই: </strong>আরিয়ান খানের জামিনের ঠিক একদিন পর জামিনে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন মাদককাণ্ডে অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট। ক্রুজ কর্ডেলিয়ার পার্টিতে এদিন আরিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন তিনিও। আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে গ্রেফতার করা হয়েছিল।</p> <p>মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। এদিনই জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট থেকে বেরোন জুহি চাওলা। শনিবার সকালে মন্নতে ফিরছেন শাহরুখ-পুত্র। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB--র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান।</p> <p>২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে। ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। ২১ অক্টোবর আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর অবধি বাড়ায় আদালত।</p> <p>বাড়ি ফিরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার মুছে দিয়েছেন আরিয়ান খান। মুছে দিয়েছেন তাঁর পুরনো ছবির সমস্ত কমেন্টও। গত ২৮ দিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না আরিয়ান। এই সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল বিভিন্ন কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যে। অনেকেই আরিয়ানের প্রোফাইলে বাবা শাহরুখ খানকে নিয়েও মন্তব্য করেছিলেন সেই সমস্ত মন্তব্যই সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন আরিয়ান। তবে নতুন করে কোনও পোস্ট করেননি তিনি। </p> <div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle"> <div class="uk-text-center"> <div id="div-gpt-ad-1617272736135-0" class="ad-slot" data-google-query-id="CJ3FlNfI9PMCFUrIcwEdvGUGsQ">[tw]https://twitter.com/ANI/status/1454714555188219904?s=20[/tw]</div> </div> </div>
from entertainment https://ift.tt/3CxrTXk
via IFTTT
from entertainment https://ift.tt/3CxrTXk
via IFTTT