Ankita Lokhande Wedding Date: বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা? কবে দিন ঠিক হল?

<p style="text-align: justify;">মুম্বই: টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande) বিয়ে করতে চলেছেন খুব শীঘ্রই। দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে থাকার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে এমনটাই। যদিও অঙ্কিতা লোখান্ডে কিংবা তাঁর প্রেমিকের পক্ষ থেকে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনও করা হয়নি।</p> <p style="text-align: justify;">টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'পবিত্র রিস্তা' চলাকালীনই অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে সম্পর্ক তৈরি হয় অঙ্কিতা লোখান্ডের। দুজনে একে অপরের সঙ্গে প্রায় ৬ বছর প্রেমের সম্পর্কে ছিলেন। পরে অবশ্য ব্যক্তিগর কারণে তাঁদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। 'পবিত্র রিস্তা'র জনপ্রিয়তার কারণে ঘরে ঘরে পরিচিত নাম হয়ে হঠেন তাঁরা। তাই সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অঙ্কিতা লোখান্ডের বিচ্ছেদের বেশ কষ্টও পেয়েছিলেন অনুরাগীরা।</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে" href="https://ift.tt/3nHixC1" target="">Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে</a></strong></p> <p style="text-align: justify;">বিভিন্ন সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বরেই দীর্ঘদিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তাঁরা পরিবারের সদস্যদের এবং কাছের বন্ধুদের বিয়ের দিনক্ষণ জানিয়েছেন। এবার শুধু অফিশিয়ালি জানানোর অপেক্ষা। সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যাতে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। প্রসঙ্গত, বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল অঙ্কিতা লোখান্ডেকে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3BDifkQ> <p style="text-align: justify;">প্রসঙ্গত, বলি পাড়ায় কান পাতলেই বিয়ের খবর পাওয়া যাচ্ছে। করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু জুটি নিজেদের বিয়ের দিন পিছিয়ে দিয়েছিলেন। এবার ধীরে ধীরে করোনা পরিস্থিতি ঠিক হতে থাকায় তাঁরা বিয়ের দিন স্থির করতে চলেছেন। রণবীর কপূর-আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল, রাজকুমার রাও-পত্রলেখার মতো অঙ্কিতা লোখান্ডেও তাঁর দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে প্রেমের সম্পর্ককে আরও একটি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানা যাচ্ছে।</p>

from entertainment https://ift.tt/3buVFQu
via IFTTT
LihatTutupKomentar