Alia Bhatt 8 Ring: বাগদান পর্ব কি তবে সম্পন্ন? আলিয়া ভট্টের নতুন ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

<p style="text-align: justify;">মুম্বই: বেশ কিছুদিন ধরেই বলিউডের কপূর পরিবাররের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সম্প্রতি বলি পাড়ার আনাচে কানাচে কান পাতলেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে যে, চলতি বছর ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। যদিও রণবীর কপূর ও আলিয়া ভট্ট কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্কে অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভট্ট। যা দেখে জল্পনা আরও বেড়ে গিয়েছে যে, বাগদান পর্ব কি তবে সেরে ফেললেন রণবীর-আলিয়া?</p> <p style="text-align: justify;"><strong>আরও পড়ুন - <a title="Rajkummar Rao Wedding: বিয়ে করছেন রাজকুমার রাও? পাত্রী কে?" href="https://ift.tt/3GF4J3R" target="">Rajkummar Rao Wedding: বিয়ে করছেন রাজকুমার রাও? পাত্রী কে?</a></strong></p> <p style="text-align: justify;">বিয়ের গুঞ্জনের মাঝেই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। যে ছবিতে নিজের মুখ পাতা দিয়ে ঢেকে রেখেছেন তিনি। তবে, তাঁর আঙুলে একটি আংটি জ্বলজ্বল করছে। এবং সেই আংটিতে '৮' নম্বর সংখ্যাটি চোখে পড়ছে। রণবীর কপূরের অনুরাগীদের অজানা নয় যে, অভিনেত্রী লাকি নম্বর ৮। আর তাই নেট নাগরিকদের এই ছবি দেখে দুয়ে-দুয়ে চার করে নিতে অসুবিধা হয়নি। কমেন্ট বাক্সে অনুরাগীরা প্রশ্নে ভরিয়ে দিয়েছেন যে, তাহলে কি রণবীর কপূরের সঙ্গে বাগদানটা সেরেই ফেললেন অভিনেত্রী? যদিও এই প্রসঙ্গে এখনও কিছু জানানি আলিয়া। প্রসঙ্গত, এর আগেই মোবাইলের কভারে রণবীর কপূরের লাকি নম্বর '৮' লিখে তা ইনস্টাগ্রামে পোস্ট করতে দেখা গিয়েছিল 'ডিয়ার জিন্দেগী' অভিনেত্রীকে।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3jUt2RA> <p style="text-align: justify;">কিছুদিন আগেই রণবীর কপূরের জন্মদিন উপলক্ষে যোধপুরে দুজনে একান্তে কাটিয়ে এলেন আলিয়া ভট্ট। সেখান থেকেই প্রেমিকের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত উপভোগের ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ফলে দুজনের প্রেম যে জমে ক্ষীর তা আর বুঝতে বাকি নেই অনুরাগীদের। এবার শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3muvW0O>

from entertainment https://ift.tt/3nHixC1
via IFTTT
LihatTutupKomentar