রাজকুমার হিরানিকে কি 'BIGGEST flop' উপহার দেবে কিং খান?

<p>মুম্বই: নয়া চরিত্রে বলিউডে কামব্যাক করেছেন শাহরুখ। ইতিমধ্যেই শুটিং সেরেছেন পাঠান' এর। তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ডেবিউতেও রয়েছেন কিং খান। পাশাপাশি রাজকুমার হিরানির নয়া প্রজেক্টের দোসর বাদশা। 'ডঙ্কি ফ্লাইট' - এ রাজু হিরানি সামনে আনলেন অভিবাসন সমস্যা। কানাডা, আমেরিকার মতো দেশগুলিতে ঢুকতে ব্যাকডোর রুট ব্যবহার করে ভারতীয়রা। স্বপ্নের দেশে নিজের জায়গা করতে ডঙ্কি ফ্লাইট নেন অনেকেই।&nbsp; &nbsp;&nbsp;</p> <p>যদিও এক্কেবারে হিরানি স্টাইলেই তৈরি হবে এই ছবি। ২০২২ -এর মে মাসে ফ্লোরে আসছে শাহরুখ-হিরানি জুটি। কিং খানের বিপরীতে তাপসী পান্নু। এ সমস্ত তো ঠিকই রয়েছে, কিন্তু নেট নাগরিকদের আশঙ্কা হিরানিকে জীবনের সবথেকে বড় ফ্লপ উপহার দিতে চলেছেন শাহরুখ। অন্তত ভাইরাল মিমগুলোতে সেরকমই ইঙ্গিত মিলছে।&nbsp; &nbsp; &nbsp;</p> <p><strong>আরও পড়ুন, <a title="ক্রিকেটারদেরই জীবনসঙ্গী করেছেন বলিউডের এই তাবড় অভিনেত্রীরা" href="https://ift.tt/3Em1nBp" target="_blank" rel="noopener">ক্রিকেটারদেরই জীবনসঙ্গী করেছেন বলিউডের এই তাবড় অভিনেত্রীরা</a></strong></p> <p>বিগত কিছু বছরে কিং খানের ফ্লপের সংখ্যা কিন্তু কম নয়। যশ রাজের ব্যানার (জব তক হ্যায় জান-২০১২), মনীশ শর্মা (ফ্যান ২০১৬), রাহুল ঢোলাকিয়া (রইস ২০১৭), ইমতিয়াজ আলি (জব হ্যারি মেট সেজল ২০১৭), আনন্দ এল রাই (জিরো ২০১৮) -এর মতো প্রযোজক-পরিচালকদের ছবির ইতিহাস তো তাই বলছে। তাহলে এবার রাজু হিরানির পালা!&nbsp; &nbsp;</p> <p><strong>আরও পড়ুন, <a title="'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না', কাতর আর্জি পরিচালক সাহারা করিমির" href="https://ift.tt/39290Pf" target="_blank" rel="noopener">'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না', কাতর আর্জি পরিচালক সাহারা করিমির</a></strong></p> <p>থ্রি ইডিয়টস, পিকে, সন্ঞজু, মুন্না ভাই এমবিবিএস--এর পর বোধহয় হিটের তালিকা এগোবে না। আশঙ্কা রাজু অনুরাগীদের। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকেও। কাস্টিং নিয়ে খুব শীঘ্রই আসবে আরও অনেক আপডেট।ভারতের পাশাপাশি আমেরিকা ও কানাডাতেও ছবির শ্যুটিং সারবেন রাজকুমার হিরানি। মূলত কুখ্যাত &lsquo;ডঙ্কি ফ্লাইট&rsquo; ইস্যুর উপর তৈরি করেই তৈরি হয়েছে রাজকুমার হিরানির এই নতুন সোশ্যাল ড্রামা ফিল্মের কাহিনি ও চিত্রনাট্য।ছবি নিয়ে ভাবনায় বেশ নতুনত্বও রয়েছে জানিয়েছেন সিনেমহল।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3EkfreL
via IFTTT
LihatTutupKomentar