Bigg Boss OTT Grand Finale: কবে আর কখন দেখতে পাবেন 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে?

<p>মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো যে ''বিগ বস'' (Bigg Boss), তা নিয়ে কোনও সন্দেহ নেই। সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় জমে ওঠে একাধারে বিতর্কিত অন্যদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই রিয়েলিটি শো। তবে, চলতি বছর ''বিগ বস'' একেবারেই অন্যভাবে হাজির হয়েছে। তাও আবার ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে সঞ্চালার দায়িত্বে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। দেখতে দেখতে 'বিগ বস ওটিটি'ও (Bigg Boss OTT) সম্প্রচারিত হচ্ছে পাঁচ সপ্তাহ হয়ে গেল। এবার ক্রমশ এই রিয়েলিটি শো গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। কবে আর কখন দেখতে পাবেন 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে? এই নিয়ে দর্শকদের কৌতুহলের শেষ নেই।&nbsp;</p> <p><strong>আরও পড়ুন - <a title="Ayushmann Khurana Birthday: কীভাবে আয়ুষ্মানের প্রেমে পড়েছিলেন? জন্মদিনে স্বামীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা স্ত্রী তাহিরার" href="https://ift.tt/396GFHm" target="">Ayushmann Khurana Birthday: কীভাবে আয়ুষ্মানের প্রেমে পড়েছিলেন? জন্মদিনে স্বামীর উদ্দেশ্যে আবেগঘন বার্তা স্ত্রী তাহিরার</a></strong></p> <p>জানা যাচ্ছে, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। আগামি ১৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে। আর তা সম্প্রচারিত হবে রবিবার। ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে। দিনক্ষণ জানানোর সঙ্গে তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছে যে, 'সমস্ত প্রতিযোগীই তো দর্শকদের মন জিতে নিয়েছেন। কিন্তু বিগ বসের ট্রফি জেতা এখনও বাকি। আগামি ১৮ সেপ্টেম্বর সন্ধে সাতটায় আসছে বিগ বস ওটিটিক ফাইনাল। কে জিততে পারেন পারে এই রিয়েলিটি শো?'</p> <p><strong>আরও পড়ুন - <a title="KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?" href="https://ift.tt/3za1psg" target="">KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কবে বিগ বি-র সামনে হট সিটে বসতে আসছেন নীরজ চোপড়া?</a></strong></p> <p>প্রসঙ্গত, 'বিগ বস ওটিটি'র ফাইনালে ওঠা প্রতিযোগীরা হলেন রাকেশ বাপাট, প্রতীক সহজরাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভট্ট এবং শমিতা শেট্টি। কার হাতে এখন ওঠে বিগ বসের ট্রফি, এটা দেখার জন্যই অপেক্ষা করে রয়েছেন লক্ষ লক্ষ দর্শক।</p> <p><strong>আরও পড়ুন - <a title="Shiddat Release: ১ অক্টোবর ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রাধিকা মদনের 'সিদ্দত'" href="https://ift.tt/3zfkAkp" target="">Shiddat Release: ১ অক্টোবর ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে রাধিকা মদনের 'সিদ্দত'</a></strong></p>

from entertainment https://ift.tt/2Xt7q6B
via IFTTT
LihatTutupKomentar