Stranger Things Season 4: মুক্তি পেল নতুন টিজার, ২০২২ সালে দেখা যাবে 'স্ট্রেঞ্জার থিংস'-এর চতুর্থ সিজন

<p style="text-align: justify;"><strong>ওয়াশিংটন:</strong> নেটফ্লিক্সের বহু প্রচলিত &nbsp;সিরিজ 'স্ট্রেঞ্জার থিংস'। এবার এই সিরিজের অনুরাগীদের জন্য সুখবর। 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজের চতুর্থ সিজনের দ্বিতীয় টিজার মুক্তি পেল শুক্রবার, ৬ অগাস্ট। অবশেষে অপেক্ষার অবসান। ঘোষিত হল সিরিজ প্রিমিয়ারের দিনক্ষণও। ২০২২ সালে নেটফ্লিক্সে দেখা যাবে 'স্ট্রেঞ্জার থিংস' সিজন ৪। এই সিরিজের শেষ সিজন মুক্তি পেয়েছিল ২০১৯ সালের জুলাইয়ে। অর্থাৎ প্রায় আড়াই বছর পর পরবর্তী সিজন মুক্তি পাচ্ছে। স্বভাবতই দর্শকদের উত্তেজনা চরমে।</p> <p style="text-align: justify;">প্রায় ৩০ সেকেন্ডের টিজারে আগের তিনটি সিজনের বাছাই করা কিছু মুহূর্ত দেখা যাচ্ছে। তার সঙ্গে চতুর্থ সিজনের কিছু ঝটিতি মুহূর্তও রয়েছে। কয়েক ঝলকে দেখা মিলছে এক নতুন দৈত্যের, একটি বিনোদন পার্ক, একটা ভূতুড়ে পুরনো ঘড়ির।&nbsp;</p> <p style="text-align: justify;">চতুর্থ সিজনের প্রথম ট্রেলারটি মুক্তি পায় ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি। তাতে অনুরাগীদের খানিক আন্দাজ দেওয়া হয় যে হয়তো এই সিজনে ফিরতে পারে ডেভিড হার্বার অভিনীত হপার চরিত্রটি। উত্তেজনা উস্কে মে মাসে মুক্তি পাওয়া দ্বিতীয় ট্রেলারে আভাস দেওয়া হয় ড. মার্টিন ব্রেনার চরিত্রটিও ফিরতে পারে সিরিজে।&nbsp;</p> <p style="text-align: justify;">২০২০ সালের ফেব্রুয়ারি মাসে 'স্ট্রেঞ্জার থিংস' সিরিজ তাঁর চতুর্থ সিজনের প্রযোজনার কাজ শুরু করে। তবে এক মাসের মধ্যেই করোনা অতিমারীর জন্য স্থগিত &nbsp;হয়ে যায় সেই কাজ। ফের কাজ &nbsp;চালু হয় গত বছর সেপ্টেম্বর মাসে। হপার চরিত্রের মারা যাওয়া, বা দৈত্যদের সঙ্গে লড়াইয়ে ইলেভেন চরিত্রটির সমস্ত শক্তি ক্ষয় হওয়া, শেষ সিজন দর্শকদের মধ্যে বেশ বেশ টানটান উত্তেজনা জিইয়ে রেখে শেষ হয়েছিল। এখন সেই রেশ টেনেই কতটা দর্শকদের ধরে রাখতে পারে 'স্ট্রেঞ্জার থিংস'-এর নতুন সিজন সেটাই দেখার। নির্মাতাদের কথায়, 'সিজন ৪ সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সিজনের রূপ নিতে চলেছে।'</p> <p style="text-align: justify;">ম্যাট এবং রস্ ডাফার পরিচালিত এবং মাঙ্কি ম্যাসাকার ও ২১ ল্যাপস এন্টারটেনমেন্ট প্রযোজিত 'স্ট্রেঞ্জার থিংস' গোটা বিশ্বের দর্শকদের মনে দাগ কাটছে প্রথম সিজন থেকেই।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3lGqmZA
via IFTTT
LihatTutupKomentar