<p><strong>কলকাতা: </strong>বিজেপির বেহালা পশ্চিমের প্রার্থীকে জন্মদিনের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই উচ্ছ্বসিত হলেন নায়িকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সোশ্য়াল মিডিয়ায় পোস্টের প্রথমেই ঝলমল করছে মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠির ছবি। অভিনেত্রী লিখছেন, ‘জন্মদিনের সেরা উপহার, দিদিকে অনেক ধন্যবাদ’</p> <p>নির্বাচনের আগে বিজেপিতে যোগদান করেছিলেন টলি অভিনেত্রী। পেয়েছিলেন নির্বাচনে লড়ার টিকিটও। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি। তবে নির্বাচনে পরাজিত হন অভিনেত্রী। এরপর এখনও পর্যন্ত অবশ্য সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। বরং নতুন ছবির মুক্তি পেয়েছে তাঁর। ওয়েব সিরিজে পা রেখে আরেক তৃণমূল নেতা সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন তিনি।</p> <p>আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে লেখা, জন্মদিনের শুভেচ্ছা। প্রেরক, মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন তৃণমূল নেত্রী। গত ১৩ অগাস্ট জন্মদিন ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। সেইদিনই শ্রাবন্তীর পর্ণশ্রীর বাড়িতে আসে মুখ্যমন্ত্রীর চিঠি।</p> <p>[fb]https://www.facebook.com/100044463308389/posts/388302872661820/[/fb]</p> <p>চিঠিতে ঠিক কী লিখেছেন মুখ্যমন্ত্রী? শ্রাবন্তীর হাতে ধরা সেই ছবি থেকে দেখা যাচ্ছে, ছাপার হরফে লেখা, 'প্রিয় শ্রাবন্তী, জন্মদিনে আমার অনেক শুভেচ্ছা আর শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল।' জন্মদিনের দিনটা নিজের পরিবারের সঙ্গে কাটিয়েছেন শ্রাবন্তী।</p> <p>সদ্যই মুক্তি পেয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সোহম চক্রবর্তী অভিনীত দুজনে। রূপোলি পর্দায় অনেক হিট ছবির পর ওয়েবে পা রেখেছেন এই পুরনো জুটি। এই কাজ নিয়ে শ্রাবন্তী বলেছিলেন, 'দুজনে আমার কাছে খুব বিশেষ একটা কাজ। সিনেমায় সোহমের সঙ্গে অনেক কাজ করেছি। প্রতিটি ছবিই দর্শকদের পছন্দ হয়েছে। আশা করছি ওয়েবেও সেই ভাগ্যটা কাজ করবে। এতদিন ধরে আমায় ভালোবাসার জন্য ধন্যবাদ। এই সিরিজটার জন্য আমি অনেক খেটেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। ৯ তারিখ মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকদের কেমন লাগল সেটা জানার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'</p> <p> </p> <p> </p>
from entertainment https://ift.tt/3iQxGQt
via IFTTT
from entertainment https://ift.tt/3iQxGQt
via IFTTT