Rittika Sen: সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ওয়েব সিরিজের অফার ছেড়েছি: ঋত্বিকা

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> বাংলা সিনেমার পরিচিত মুখ ঋত্বিকা সেন। তবে নিজেকে এবার শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না তিনি। ঋত্বিকার মুকুটে এবার নয়া পালক। খুব তাড়াতাড়ি সুরের জগতেও পা রাখছেন অভিনেত্রী। ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন আস্ত একটা গান? কবে মুক্তি পাচ্ছে সেই গান? এবিপি লাইভকে জানালেন অভিনেত্রী নিজেই।&nbsp;</p> <p style="text-align: justify;">স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য উপহার নিয়ে আসছেন ঋত্বিকা সেন।&nbsp; 'রোজা' ছবির বিখ্যাত গান 'ভারত হমকো জান সে পেয়ারা হ্যায়'-এ গানটি নিজের গলায় গাইছেন অভিনেত্রী। রেকর্ডিং শেষ হয়েছে ইতিমধ্যেই। ভিডিও শ্যুটিংও সেরে ফেলবেন খুব শীঘ্রই। নতুন প্রজেক্ট নিয়ে বেশ উৎসাহী অভিনেত্রী। তবে প্রিয় অভিনেত্রীর গলায় গান শুনতে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে গানটি। ঋত্বিকা জানিয়েছেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলেই শোনা যাবে গানটি।</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3lDrnBA" /></p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/2VtjsMq" /></p> <p style="text-align: justify;">কিন্তু হঠাৎ গানে মন কেন? নায়িকার কথায়, 'সাধারণত আমাদের তো বড় পর্দাতেই দেখা যায়, তবে এখন করোনার জেরে সেই কাজও কম। তাই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করব।' এরপরই একটু অন্যরকম কিছু দর্শকদের উপহার দেওয়ার কথা মাথায় আসে তাঁর। 'এমন কিছু করতে চেয়েছিলাম যা মানুষকে ভারতবাসী হিসাবে গর্ববোধ করাবে', বলছেন নায়িকা।&nbsp;</p> <p style="text-align: justify;">ঋত্বিকার আক্ষেপ, করোনা আবহে সিনেমা তৈরির সংখ্যা কমেছে। তাই এখন একটা জিনিসই তিনি চাইছেন, যেন এই অতিমারী খুব দ্রুত চলে যায়। তাঁর কথায়, 'সবাই এখন ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। তাই এই অতিমারী পরিস্থিতিতে বড় পর্দায় ছবি রিলিজ করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রযোজকরাও'।&nbsp;</p> <p style="text-align: justify;"><br /><img src="https://ift.tt/3fD0h9F" /></p> <p style="text-align: justify;">ঋত্বিকাকে কবে দেখতে পাওয়া যাবে ডিজিট্যাল প্ল্যাটফর্মে? প্রশ্ন শুনে হেসে নায়িকার বলছেন, 'ওয়েব সিরিজের কাজের অফার এসেছে। তবে ক্যামেরার ধারণা হওয়া থেকে আমি সাহসী দৃশ্য এড়িয়ে এসেছি। আমার মনে হয় বাঙালিদের কাছে 'বোল্ড'-টাও খুব মিষ্টতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হয়। তাই অনেক ওয়েব সিরিজের গল্প পছন্দ হলেও এত বেশি খোলামেলা দৃশ্য রয়েছে তাতে, যে আমি অফার ছাড়তে বাধ্য হয়েছি।' ঋত্বিকা যোগ করলেন, 'বাংলা ওয়েব সিরিজে সাহসী দৃশ্য এখন প্রবলভাবে দেখা যায়। কিন্তু আমি তেমন চরিত্রে অভিনয়ে করতে চাই না।' তবে একইসঙ্গে তিনি জানান মনের মতো, অন্যরকম কোনও চরিত্র পেলে নিশ্চয়ই কাজ করবেন।</p> <p style="text-align: justify;">পাইপলাইনে এখন বেশ কিছু ছবি। শ্যুটিং শেষ হয়েও আটকে রয়েছে বলে জানাচ্ছেন ঋত্বিকা। এর মধ্যে দুটি ছবির এখনও নাম ঠিক হয়নি। যার মধ্যে একটা ছবির শ্যুটিং এখনও বাকি। এছাড়া আকাশ মালাকার পরিচালিত 'প্রথমবারের প্রথম দেখা' ছবিও মুক্তির অপেক্ষায়। সেখানে স্কুলছাত্রীর চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে। তাছাড়া নীহাল দত্তের একটি সিনেমাও শ্যুট হয়ে এখন মুক্তির অপেক্ষায়।&nbsp;</p>

from entertainment https://ift.tt/3rYu9CD
via IFTTT
LihatTutupKomentar