<p style="text-align: justify;"><strong>মুম্বই :</strong> আজ জন্মদিন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত-র প্রথম স্ত্রী এবং বলিউড অভিনেত্রী রিচা শর্মার। ১৯৯৬ সালের ডিসেম্বরে প্রয়াত হন তিনি। মায়ের জন্মদিনে মেয়ের মন খারাপ। তাই নিজের সোশ্যাল মিডিয়ায় মায়ের পুরনো ছবি পোস্ট করলেন সঞ্জয় কন্যা ত্রিশলা। ছবি পোস্টের সঙ্গে দিলেন কিছু আবেগপ্রবণ বার্তাও। </p> <p style="text-align: justify;">১৯৮৭ সালে বলিউড অভিনেত্রী রিচা শর্মার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয় দত্ত। বিয়ের দু'বছরের মধ্যেই জানা যায় যে, রিচা শর্মার ব্রেন টিউমার হয়েছে। এরপর বেশ কয়েক বছর চিকিৎসা চললেও বাঁচানো যায়নি অভিনেত্রীকে। নিউইয়র্কে প্রয়াত হন তিনি। সঞ্জয় দত্ত এবং রিচা শর্মার কন্যা ত্রিশলা দত্ত তাই মায়ের জন্মদিনে অভিনেত্রীর পুরনো একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মন ভারাক্রান্ত নেটিজেনদেরও।</p> <p style="text-align: justify;">সোশ্যাল মিডিয়ায় রিচা শর্মার পুরনো ছবি পোস্টের সঙ্গে ত্রিশলা ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থ ডে মা। তার সঙ্গে আরও একটা স্টিকারও দিয়েছেন যেখানে দেখা যাচ্ছে একটা টেডি বিয়ার একটা কেক হাতে ধরে রয়েছে। পাশাপাশি মিস ইউ কথাটাও লিখেছেন ত্রিশলা। সঞ্জয় কন্যার এই পোস্ট দেখে ভালোবাসার কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। শুধু মা নয়, গতমাসে বাবার জন্মদিনেও সোস্যাল মিডিয়ায় দারুণ পোস্ট করেছিলেন ত্রিশলা। </p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, রিচা শর্মার মৃত্যুর পর ২০০৮ সালে মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। তাঁদের দুই সন্তানও রয়েছে। পাশাপাশি উল্লেখ্য, মাত্র এক বছর আগেই ফুসফুসে ক্যানসারে আক্রান্ত হন বলিউডের মুন্না ভাই। শোনা গিয়েছিল, তিনি ফুসফুসের ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছেন। এমন খবর জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতার শারীরিক অবস্থার কথা নিয়ে নানারকম গুঞ্জন শুরু হয়। সেই সময় এমন গুঞ্জন না ছড়ানোর জন্য আবেদন করতে দেখে যায় মান্যতা দত্তকে। জানা যায়, চিকিতসা করাতে বিদেশে যান অভিনেতা। পরবর্তীকালে খুশির খবর পাওয়া যায় যে, ফুসফুসের ক্যানসারকে হারিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সঞ্জয় দত্ত।</p>
from entertainment https://ift.tt/3Aid8pR
via IFTTT
from entertainment https://ift.tt/3Aid8pR
via IFTTT