Rhea Chakraborty : 'চেহরা' দেখার পর রিয়া সম্পর্কে সবার ধারণা বদলে যাবে, মন্তব্য পরিচালক রুমি জাফরির

<p style="text-align: justify;"><strong>মুম্বই</strong> : গত বছর ১৪ জুন বলিউডের অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনার পর থেকে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নামও কারও আর অজানা নয়। সুশান্তেরর মৃত্যুর পর তাঁর প্রেমিকা রিয়াকে নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। এমনকী, মাদক মামলায় গ্রেফতারও হন এই অভিনেত্রী। সুশান্তের মৃ্ত্যুর পর ফের খবরের শিরোনামে এই অভিনেত্রী।</p> <p style="text-align: justify;">আগামী ২৭ অগাস্ট মুক্তি পেতে চলেছে পরিচালক রুমি জাফরির নতুন ছবি 'চেহরা'। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকে। এই ছবিতে অভিনয় করছেন রিয়াও। তাঁর সম্পর্কে মুখ খুলেছেন জাফরি। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, গত বছর রিয়াকে বহুবার সোশ্যাল মিডিয়ায় 'ডাইনি' বলে সম্বোধন করা হচ্ছিল। 'চেহরা' দেখার পর রিয়া চক্রবর্তী সম্পর্কে ধারণাটাই সম্পূর্ণ বদলে যাবে সমালোচকদের।</p> <p style="text-align: justify;">সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাফরি বলেছেন, 'আমার মনে হয় না রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত কোনও বিতর্কের প্রভাব ছবির ক্ষেত্রে পড়বে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে যে সমালোচকরা রিয়া চক্রবর্তীকে নিয়ে খারাপ মন্তব্য করেছিলেন, 'চেহরা' দেখার পর তাঁদের সেই খারাপ ধারণা বদলে যেতে চলেছে। যদিও গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল 'চেহরা'। গত বছরের পরিবর্তে চলতি বছর ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু এর কোনও কারণই রিয়া নয়।'</p> <p style="text-align: justify;">সুশান্তের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার। এই অভিনেতাকে মাদক সরবরাহ করার অভিযোগে গ্রেফতার হন তিনি। প্রায় এক মাস জেলে থাকতে হয় তাঁকে। সুশান্তের পরিবারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর জন্য বারবার রিয়াকে দায়ী করা হয়েছিল। কিন্তু সেই সমস্ত অভিযোগ অস্বীকার করেন রিয়া।</p> <p style="text-align: justify;">এ প্রসঙ্গে জাফরি বলেন, 'রিয়া খুব ভাল একজন মানুষ। ও খুব ভাল পরিবারেরও মেয়ে। যখন আপনারা 'চেহরা'তে ওর অভিনয় দেখবেন, তখন বুঝতে পারবেন ও কত ভালো অভিনেত্রী। চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য নিজের একশো শতাংশ দিয়ে অভিনয় করেছে রিয়া।'</p>

from entertainment https://ift.tt/2UhBHUp
via IFTTT
LihatTutupKomentar