Kriti Sanon Mimi Pics: 'মিমি'-র জন্য ওজন বাড়িয়েছিলেন, কীভাবে এখন কমাচ্ছেন কৃতী?

<p style="text-align: justify;"><strong>মুম্বই</strong> : সদ্য কিছুদিন আগেই মুক্তি পেয়েছে কৃতী শ্যানন, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ছবি 'মিমি'। স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সে এই ছবি মুক্তি পায়। এই ছবিতে অভিনয় করে নেট নাগরিকদের পক্ষ থেকে অনেক প্রশংসা কুড়িয়েছেন নায়িকা। নেটিজেনদের পক্ষ থেকে এমন কথাও বলা হচ্ছে যে, 'মিমি' ছবিতেই কৃতী শ্যানন এখনও পর্যন্ত সবথেকে ভালো অভিনয় করেছেন। পরিচালক লক্ষণ উতেকরের ছবি 'মিমি'তে অভিনয় করার জন্য অতিরিক্ত অনেকটাই ওজন বাড়াতে হয়েছিল অভিনেত্রীকে। একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করতে গিয়ে প্রায় ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল কৃতীয় শ্যাননকে। ছবি মুক্তি পেয়েছে। তার সঙ্গে 'মিমি'-তে অভিনয় করার জন্য প্রশংসিতও হয়েছেন কৃতী। কিন্তু এবার তো সেই অতিরিক্ত ওজন কমানো প্রয়োজন। ছবি মুক্তির পর সেই কাজে লেগে পড়েছেন নায়িকা। চরিত্রের প্রয়োজনে যে ১৫ কেজি ওজন বাড়িয়েছিলেন, সেই অতিরিক্ত ওজন কীভাবে কমাচ্ছেন, সেই অভিজ্ঞতাও সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনত্রী।</p> <p style="text-align: justify;">'মিমি' ছবির গান 'পরম সুন্দরী'তে কৃতী শ্যাননের নাচ দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। গানের দৃশ্যে আমরা একেবারে জিরো ফিগারের কৃতীকে দেখতে পেয়েছি। সেই চেহারাতেই আবার কীভাবে ফিরে আসছেন তা জানিয়েছেন 'মিমি' ছবির 'পরম সুন্দরী'। কৃতী বলছেন, 'চরিত্রের প্রয়োজনে যখন ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছিল, তখন সেটা একটা চ্যালেঞ্জ ছিল। আবার এখন চ্যালেঞ্জ হল সেই অতিরিক্ত ১৫ কেজি ওজন খুব তাড়তাড়ি কমিয়ে ফেলা। যদিও এত তাড়াতাড়ি কমিয়ে ফেলাটা মোটেই সহজ কাজ নয়। আমি আবার ফের পরম সুন্দরীর চেহারায় ফিরে আসতে চাই।'</p> <p style="text-align: justify;">কৃতী আরও বলেন, 'আমি প্রথমবার এতটা ওজন বাড়িয়েছি। শুধু তাই নয় প্রায় টানা ৩ মাস কোনওরকম শরীরচর্চাও করিনি। এমনকী যোগাসনও নয়। তাই আমার মধ্যে শরীরচর্চার সেই কর্মক্ষমতাটাও অনেকটা কমে গিয়েছে। এর ফলে আমি যখনই ওয়ার্ক আউট করছি, আমার পেশিতে টান পড়ছে কিংবা গাঁটে ব্যথা লাগছে। কিন্তু তা বলে আমি মোটেই হাল ছেড়ে দিইনি। অতিরিক্ত ওজন কমিয়ে ফের পুরনো চেহারায় ফেরাটা এখন আমার কাছে চ্যালেঞ্জ। তাই প্রত্যেদিন নিয়ম করে কড়া শরীরচর্চা করে চলেছি।'&nbsp;</p>

from entertainment https://ift.tt/3xwq1Lg
via IFTTT
LihatTutupKomentar