<p style="text-align: justify;">মুম্বই : কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী অবলম্বনে তৈরি ছবি 'শের শাহ'। ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় দেখা যাবে বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক সিদ্ধার্থ মলহোত্রাকে। এবং তাঁর বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় অভিনয় করছেন 'গুড নিউজ' নায়িকা কিয়ারা আডবানি। এমনিতেই সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবানির সম্পর্কের কথা বলিউডের ওপেন সিক্রেট। তার উপর 'শের শাহ' ছবিকে কেন্দ্র করে তাঁদের অনস্ক্রিন রসায়ন চোখে পড়ার মতো। ছবির প্রোমোশনে একে অপরকে প্রশংসায় ভরিয়ে রেখেছেন। সম্প্রতি 'শের শাহ'-র প্রোমোশনে গোলাপি শাড়িতে দেখা গেল কিয়ারাকে। পুনিত বালানার ডিজাইন করা শাড়িতে মোহময়ী কিয়ারা। নিজের ইনস্টাগ্রামে সিদ্ধার্থ-র সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে এই জুটির সম্পর্কের গুঞ্জন আরও স্পষ্ট। নেটিজেনরাও ভিডিও দেখে জুটির প্রশংসায় পঞ্চমুখ। তবে, এই ভিডিওতে সিদ্ধার্থ-কিয়ারা জুটির রসায়নের থেকে বেশি নজর কেড়েছে নায়িকার শাড়ি। পুনিত বালানার ডিজাইন করা এই শাড়ির দাম কত জানেন?</p> <p style="text-align: justify;">[insta]https://ift.tt/3AqBn5g> <p style="text-align: justify;">গোলাপি রঙের শাড়ির সঙ্গে হালকা মেকআপ। হেয়ারস্টাইলেও বিশেষ কোনও কারুকাজ নয়। ডিজাইনার ব্লাউজের সঙ্গে শাড়িতেই মাত করেছেন কিয়ারা। জানা যাচ্ছে, পুনিত বালানার ডিজাইন করা এই শাড়ির দাম ৪৭ হাজার ৫০০ টাকা। অভিনেত্রীর কস্টিউম ডিজাইন করেছেন একতা খানি। ফ্যাশনেবল এই শাড়ির সঙ্গে মোটেই বিশেষ জাঙ্ক জুয়েলারি ব্যবহার করেননি কিয়ারা। বরং বেছে নিয়েছেন একেবারে হালকা ডিজাইনের গয়নাকে। যাতে শাড়ি, গয়নায় নয় প্রায় নো মেকআপ লুকে দেখা যায় নায়িকার প্রাকৃতিক রূপের ঝলক।</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, আগামী ১৩ অগাস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি 'শের শাহ'। বাস্তবের নায়কের জীবনের গল্পকেই রুপোলি পর্দায় দর্শকদের সামনে তুলে ধরা হবে এই ছবির মাধ্যমে। শের শাহ ছবিতে অভিনয় করতে পেরে কী অভিজ্ঞতা হয়েছে, তা সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানি দুজনেই। পাশাপাশি এই ছবিতে এই জুটির রসায়নও অন্যভাবে নজর কাড়বে, এমনটাই আশা দর্শকদের।</p>
from entertainment https://ift.tt/3CFY2wf
via IFTTT
from entertainment https://ift.tt/3CFY2wf
via IFTTT