Jee Le Zaraa: ফারহানের সঙ্গে 'রোড ট্রিপে' তিন কন্যা

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> ১০ অগাস্ট ২০০১, মুক্তি পায় জনপ্রিয় হিন্দি ছবি 'দিল চাহতা হ্যায়'। পরিচালনা দিয়ে বলিউডে পা রাখেন ফারহান আখতার। প্রথম ছবিতেই মানুষের মনে গেঁথে যায় তিন বন্ধু, রোড ট্রিপ আর ফারহানের দুর্দান্ত পরিচালনা।</p> <p style="text-align: justify;">কাট টু, ২০ বছর পর আজকের দিন। ১০ অগাস্ট, ২০২১। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আগামী ছবির নাম ও টিজার প্রকাশ করলেন ফারহান আখতার। ক্যাপশনে লিখলেন, 'কেউ কি আবার রোড ট্রিপের কথা বলল?' টিজার ও ক্যাপশন দেখে স্পষ্ট এবারের ছবিটিও তৈরি হচ্ছে রোড ট্রিপের গল্প নিয়েই। ছবির নাম 'জি লে জ়রা'।</p> <p style="text-align: justify;">ঠিক দশ বছর আগে ২০১১ সালে মুক্তি পেয়েছিল তাঁর অপর সুপার হিট ছবি 'জিন্দেগি না মিলেগি দোবারা'। তিন ছেলেবেলার বন্ধুর রোড ট্রিপ। তাঁর মধ্যে দিয়েই নিজেদের ভাঙতে বসা বন্ধুত্ব জোড়া লাগানো, জীবনের নতুন মানে খুঁজে পাওয়া। ফারহানের পরবর্তী ছবিতেও দেখা যাবে তিন বন্ধুকে। তবে এবার 'গার্লস রোড ট্রিপ'। নাম প্রকাশ করলেন ছবির তিন মুখ্য অভিনেত্রীর। প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভট্টকে দেখা যাবে প্রধান চরিত্রে।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://www.instagram.com/p/CSYfpBKCtOi/[/insta]</p> <p style="text-align: justify;">পরিচালকের কথায় 'দিল চাহতা হ্যায়' ছবির কুড়ি বছর পূর্তির দিনই নতুন ছবি ঘোষণার জন্য সবচেয়ে ভাল। 'ডন ২' ছবির পর আবার 'জি লে জ়রা' ছবির পরিচালনায় দেখা যাবে ফারহান আখতারকে।</p> <p style="text-align: justify;">ছবির জন্য স্বাভাবিকভাবেই উৎসাহিত প্রিয়ঙ্কা, ক্যাটরিনা, আলিয়া। প্রত্যেকেই নিজেদের সোশ্যাল হ্যান্ডলে ছবির টিজার শেয়ার করেছেন। টিজারে ব্যবহার করা হয়েছে 'দিল চাহতা হ্যায়' ও 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবির কিছু দৃশ্য। শুভেচ্ছা ও উৎসাহ জানিয়ে টিজার শেয়ার করেছেন জ়োয়া আখতারও। ছবির শ্যুটিং শুরু হচ্ছে ২০২২ সালে। সিনেমার গল্প লিখেছেন ফারহান আখতার, জ়োয়া আখতার ও রিমা কাগতি। আশা করা যাচ্ছে ২০২৩ সালে মুক্তি পেতে পারে ছবিটি। পোস্ট হওয়ার মাত্র করেক ঘণ্টার মধ্যেই লক্ষ ছাড়িয়েছে টিজারের ভিউ, দর্শকদের শুভেচ্ছাবার্তায় ভরছে কমেন্ট বক্স।</p>

from entertainment https://ift.tt/3fR4mqV
via IFTTT
LihatTutupKomentar