<p style="text-align: justify;"><strong>মু্ম্বই</strong>: রবিবার রাতেই ইন্ডিয়ান আইডল ১২-র শিরোপা জিতেছেন পবনদীপ রাজন। ট্রফি জেতার সঙ্গে সঙ্গে ২৫ লক্ষ টাকাও পুরস্কার স্বরূপ পেয়েছেন তিনি। দ্বিতীয় হয়েছেন অরুণিতা কাঞ্জিলাল এবং তৃতীয় হয়েছেন সায়লি কাম্বলি। খেতাব জয়ের পর এতটাই অভিভূত হয়ে গিয়েছেন পবনদীপ যে সঠিকভাবে উচ্ছ্বাসও প্রকাশ করতে পারেননি। পাশাপাশি দ্বিতীয় স্থানাধিকারী অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথাও কারও অজানা নয়। যদিও কান পাতলেই শোনা যায় যে, অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে পবনদীপের 'বন্ধুত্ব' নাকি বেশ ঘনিষ্টই। যদিও তাঁরা দুজনেই প্রকাশ্যে জানিয়েছেন যে, তাঁরা একে অপরের শুধু ভাল বন্ধু। তাছাড়া, প্রতিযোগিতার মঞ্চে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল দুই বন্ধুর মধ্যে। তাই পবনদীপের জয় ঘোষণায় অরুণিতা কী প্রতিক্রিয়া দিলেন, তা জানার আগ্রহ দর্শকদের মধ্যে ছিলই। অবশেষে জানা গেল প্রিয় বন্ধুর জয়ে কী বললেন অরুণিতা।</p> <p style="text-align: justify;">খেতাব জয়ের পর পবনদীপ বলেন, 'ইন্ডিয়ান আইডলের মতো মঞ্চে সেরার খেতাব জেতা খুবই অসাধারণ একটা অনুভূতি। এই মুহূর্তে ঠিক কী অনুভূতি হচ্ছে, তা কথায় প্রকাশ করতে পারছি না। গত কয়েকটা মাস ধরে প্রত্যেক প্রতিযোগীর মধ্যেই একটা ভাল সম্পর্ক গড়ে উঠেছিল। আমি সবসময় চাইতাম, যেন প্রত্য়েকেই জিতি। ফাইনালে ওঠা পাঁচজন প্রতিযোগীর সঙ্গেই যদি এই ট্রফি ভাগ করে নিতে পারতাম, তাহলে সবচেয়ে বেশি খুশি হতাম। আমি জানি, ফাইনালে ওঠা প্রত্যেকেই প্রতিভাবান।'</p> <p style="text-align: justify;">প্রতিযোগিতা চলাকালীন তাঁর সবচেয়ে ভাল বন্ধু হয়ে গিয়েছিলেন অরুণিতা। তাঁর জয়ে তিনি কী বললেন? এ প্রসঙ্গে পবনদীপ বলেন, 'মঞ্চে যখন বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছিল, তখন আমরা বেশি কথা বলার সময় পাইনি। অরুণিতা আমাকে শুভেচ্ছা জানিয়ে শুধু বলে যে, আমার জন্য ও খুব খুশি হয়েছে।'</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডল ১২-র সেরার খেতাব জেতা উত্তরাখন্ডের পবনদীপ রাজনের কাছে দ্বিতীয় জয়। এর আগে ২০১৫ সালে ‘দ্য ভয়েস’-এরও খেতাব তিনি জেতেন। ফাইনালের রাতে 'শের শাহ' ছবির অন্যতম চরিত্রে অভিনয় করা সিদ্ধার্থ মলহোত্র জানান, তাঁর মা-ও পবনদীপের গানের অনুরাগী। তাই স্বাভাবিকভাবেই ফাইনালের রাত উত্তরাখন্ডের এই সেলিব্রিটি গায়কের কাছে স্মরণীয় হয়ে থাকবে।</p>
from entertainment https://ift.tt/3AKppDB
via IFTTT
from entertainment https://ift.tt/3AKppDB
via IFTTT