Independence Day 2021: টাইগার শ্রফের 'বন্দে মাতরম' গানের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

<p style="text-align: justify;"><strong>মুম্বই :</strong> একেবারে অন্য রূপে বলিউডের হ্যান্ডসাম নায়ক টাইগার শ্রফ। এতদিন দর্শকরা টাইগারের নাচের প্রশংসা করে এসেছেন। বহুবার তিনি দেখিয়ে দিয়েছেন যে, নাচে তিনি যে কাউকে দশ গোল দিতে পারেন। এবার তিনি দেখিয়ে দিলেন নাচের পাশাপাশি গানেও তিনি কতটা দক্ষ। আর তার শুরুটাই করলেন দেশের জন্য গান গেয়ে। সম্প্রতি মুক্তি পেয়েছে টাইগার শ্রফের নতুন মিউজিক ভিডিও 'বন্দে মাতরম'। স্বাধীনতা দিবসে ভারতমাতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন নতুন আঙ্গিকে 'বন্দে মাতরম' গেয়ে। আর বলিউড অভিনেতার এই কৃতিত্বকে সম্মান জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে টাইগার শ্রফের এই উদ্যোগকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী।</p> <p style="text-align: justify;">[yt]https://www.youtube.com/watch?v=6FyMs74sQHI[/yt]</p> <p style="text-align: justify;">গতকাল স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় টাইগার শ্রফ লেখেন, 'বন্দে মাতরম। এটা কোনও সাধারণ শব্দ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগ। আর এই আবেগই আমাদের দেশের জন্য কিছু করার প্রেরণা জোগায়। ৭৫তম স্বাধীনতা দিবসে আমার এই ছোট্ট উদ্যোগ দেশের ১৩০ কোটি ভারতবাসীর উদ্দেশ্যে।' টাইগার শ্রফের সেই টুইটেই প্রধানমন্ত্রী প্রশংসা করে লিখেছেন, 'খুব ভালো উদ্যোগ। বন্দে মাতরম সম্পর্কে তুমি যা লিখেছো, তার সঙ্গে সম্পূর্ণ সহমত।'</p> <p style="text-align: justify;">[tw]https://twitter.com/narendramodi/status/1426866448329183240?s=08[/tw]</p> <p style="text-align: justify;">প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের প্রাক্কালেই মুক্তি পেয়েছে টাইগার শ্রফের 'বন্দে মাতরম'। নিজের সোশ্যাল মিডিয়ায় গানের টিজার পোস্ট করে লিখেছিলেন যে, 'প্রথমবার এই ধরনের গান গাওয়ার চেষ্টা করছি। বন্দে মাতরম শুধু গান নয়, আবেগও। এই আবেগেই দেশবাসী স্বাধীনতা দিবস পালন করেন। আমার গান সমস্ত দেশবাসীকে উৎসর্গ করতে পেরে ভালোও লাগছে আবার নার্ভাসও লাগছে।' অনুরাগীদের জন্য একেবারে নতুন রূপে দেখা গিয়েছে অভিনেতাকে। অভিনয়, নাচের পাশাপাশি গায়ক হিসেবে আত্মপ্রকাশ তাঁর। তার উপর এ তো সাধারণ গান নয়, দেশাত্ববোধক গান। তাই স্বাধীনতা দিবসে এমন গান উপহার দিয়ে যে অনুরাগীদের মনে বিশেষ জায়গা তৈরি করে নিয়েছেন ইতিমধ্যেই, তা বলাই বাহুল্য।</p>

from entertainment https://ift.tt/2VXTVen
via IFTTT
LihatTutupKomentar