Farhan Akhtar Daughter: মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট ফারহানের, ভাগ করে নিলেন পুরনো ছবি

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> সোশ্যাল মিডিয়ায় মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা ফারহান আখতার। শনিবার, ৭ অগাস্ট, ২১ বছরে পা দিলেন পরিচালক-অভিনেতা ফারহান আখতারের মেয়ে শাক্য আখতার। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে এক আবেগঘন পোস্টের মাধ্যমে সন্তানকে শুভেচ্ছাবার্তা পাঠালেন 'রক অন' অভিনেতা। মেয়ের সঙ্গে ছোটবেলার একটা থ্রোব্যাক ছবি পোস্ট &nbsp;করেন তিনি। সঙ্গে ক্যাপশনে মিষ্টি বার্তা। লেখেন, তিনি প্রত্যেক দিন মেয়েকে আরও বেশি করে ভালবাসছেন।</p> <p style="text-align: justify;">ছবির ক্যাপশনে সন্তানের বেশ প্রশংসা করে ফারহান লিখেছেন, 'শুভ ২১, শাক্য। তোমাকে একজন দৃঢ়, স্বাধীন, শক্তিশালী মহিলা হয়ে উঠতে দেখা আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি তোমার জন্য খুব গর্বিত। প্রত্যেকদিন তোমার প্রতি আমার ভালবাসা আরও বাড়তে থাকে। পা।' পোস্টে ফারহানের সঙ্গে শাক্যর ছোটবেলার একটি ছবি রয়েছে।&nbsp;</p> <p style="text-align: justify;">[insta]https://www.instagram.com/p/CSRCRssBCCT/[/insta]</p> <p style="text-align: justify;">পোস্টে অনুরাগীদের মন্তব্যের সঙ্গেই বি টাউনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন শাক্যকে। হৃতিক রোশন, জোয়া আখতার, অমৃতা অরোরা, সুজান খান শুভেচ্ছা জানিয়েছেন ওই পোস্টে।&nbsp;</p> <p style="text-align: justify;">'দিল ধড়কনে দো' পরিচালক জোয়া আখতার একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন শাক্যকে। ক্যাপশনে লিখেছেন 'আমার প্রিয় লিও (Leo)। শুভ জন্মদিন শাক্য। তুমি পৃথিবী উজ্জ্বল করো।' অভিনেত্রী শাবানা আজমী, পরিচালক ফারাহ্ খান পোস্টের কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য ২১-এ পা দেওয়া শাক্যকে। শাবানা আজমী লিখেছেন, 'বেঁচে থাকো, সুখে থাকো, অনেক ভালবাসা।' ফারাহ্ লিখেছেন, 'ওহ্ মাই গড! কত বড় হয়ে গেছে ও। শুভ জন্মদিন ভালবাসা।'</p> <p style="text-align: justify;">[insta]https://www.instagram.com/p/CSRBpwXLlsr/[/insta]</p> <p style="text-align: justify;">ফারহান আখতার ও তাঁর প্রাক্তন স্ত্রী অধূনা ভাবনানীর সন্তান শাক্য আখতার। ১৬ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন তাঁরা।&nbsp;</p> <p style="text-align: justify;">সম্প্রতি রাকেশ ওমপ্রকাশ মেহরার 'তুফান' ছবিতে অভিনয় করতে দেখা গেছে ফারহান আখতারকে। ছবিতে ফারহানের পাওয়ার-প্যাকড পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছে। ছবিতে তাঁর বিপরীতে দেখা গেছে ম্রুণাল ঠাকুর ও পরেশ রাওয়ালকে। করোনা পরিস্থিতিতে সিনেমা হলে মুক্তির বদলে ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করে 'তুফান'।</p> <p style="text-align: justify;">&nbsp;</p>

from entertainment https://ift.tt/3fIfNkE
via IFTTT
LihatTutupKomentar