<p style="text-align: justify;"><strong>মুম্বই :</strong> পরবর্তী ছবির নাম ঘোষণা করলেন পরিচালক হনশল মেহতা। জানা যাচ্ছে, ২০১৬ সালে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার হোলি আর্টিজান ক্যাফে-তে যে ভয়াবহ জঙ্গি হানা হয়, সেই ঘটনার প্রেক্ষিতেই পরবর্তী ছবি 'ফারাজ' তৈরি করছেন পরিচালক। ছবিতে মূল চরিত্রে দেখা যাবে দুই তারকা সন্তানকে। একজন শশী কপূরের নাতি জাহান কপূর এবং অন্যজন পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। </p> <p style="text-align: justify;">সোশ্যাল মিডিয়ায় ছবি ফার্স্ট লুক শেয়ার করে পরিচালক হনশল মেহতা লিখেছেন যে, 'দুনিয়ার সমস্ত খারাপের মধ্যেও মানবিকতারই জয় হয়। ২০১৬ সালে বাংলাদেশের হোলি আর্টিজান ক্যাফেতে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তৈরি হচ্ছে 'ফারাজ'। এই ছবির জন্য অনুভব সিনহা, ভূষণ কুমারের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। পাশাপাশি জাহান কপূর এবং আদিত্য কপূরের মতো নতুন প্রতিভাকেও এই ছবির মাধ্যমে দেখতে পাবে দর্শক।'</p> <p style="text-align: justify;">করিনা কপূর খানের তুতো ভাই জাহান কপূরেরও বলিউডে ডেবিউ হতে চলেছে এই ছবির হাত ধরে। ভাইয়ের ডেবিউ ছবির কথা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন করিনা কপূর খান নিজেও। তিনিও যথেষ্ট উচ্ছ্বসিত এই ছবি নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'জাহান কপূর তোমার জন্য গর্ব বোধ হচ্ছে। বাংলাদেশে জঙ্গি হানার মতো সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'ফারাজ' ছবিতে তোমার অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছি। এবং তোমায় বড় পর্দায় দেখার জন্য অপেক্ষা করতে পারছি না।' প্রসঙ্গত, হনশল মেহতা পরিচালিত 'ফারাজ' ছবিটি অনুভব সিনহা এবং ভূষণ কুমারের যোথ প্রযোজনায় তৈরি হতে চলেছে।</p> <p style="text-align: justify;">উল্লেখ্য, কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে তাঁর ছেলের বলিউডে অভিষেক নিয়ে প্রশ্নের উত্তরে বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল জানিয়েছিলেন যে, তাঁর অতটাও সামর্থ নেই বলিউডে ছেলেকে লঞ্চ করার। যদিও 'ফারাজ' ছবিতে মূখ্য চরিত্রে আদিত্য রাওয়ালের অভিনয় করা এবং বলিউডে অভিষেক নিয়ে অভিনেতাকে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি। পাশাপাশি ছবির মূখ্য চরিত্রে দুই তারকা সন্তানের অভিষেক কি ফের উসকে দেবে নেপোটিজম বিতর্ক, সেটাই দেখার।</p>
from entertainment https://ift.tt/3lwtpU1
via IFTTT
from entertainment https://ift.tt/3lwtpU1
via IFTTT