<p><strong>কলকাতা: </strong>কোলাজে একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত। পিছনে বাজছে জন্মদিনের গান। প্রেমিকের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজের ভালোলাগার মুহূর্তই ভাগ করে নিলেন কৌশানি মুখোপাধ্যায়। আজ বনি সেনগুপ্তের জন্মদিন। ক্যাপশানে রইল ভালোবাসা-মাখা লম্বা চিঠি।</p> <p>ইন্ডাস্ট্রিতে বনি-কৌশানির প্রেমের কথা বোধহয় সবারই জানা। দীর্ঘদিন ধরে জনপ্রিয় এই অনস্ক্রিন জুটির অফস্ক্রিন রোমান্স দেখতেও অভ্যস্ত হয়ে পড়েছেন অনুরাগীরা। যে কোনও অনুষ্ঠানেই একসঙ্গে মুহূর্ত ভাগ করে নেন তাঁরা। আজ বনির জন্মদিনে সেইসব মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন কৌশানি। ক্যাপশানে লিখলেন, 'তোমায় জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি নিজের মত করে অসাধারণ। কখনও বদলে যেও না। সবসময়, সমস্ত মুহূর্তে তুমি আমায় পাশে পাবে। সবসময় সবচেয়ে ভালোটা তোমার প্রাপ্য। বনি সেনগুপ্ত। তোমায় এক ট্রাক ভর্তি ভালোবাসা ও শুভেচ্ছা।</p> <p>[insta]https://www.instagram.com/p/CSXSV01hkA2/[/insta]</p> <p>কৌশানির মিষ্টি শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জানান বনিও। এরপর কৌশানী আরও একটি কোলাজ পোস্ট করেন। সেখানে ধরা রয়েছে বনি ও কৌশানির ছুটি কাটানোর বিভিন্ন মুহূর্ত। কৌশানি লেখেন, 'জন্মদিনে এই বিশেষ পোস্টটা তোমার জন্য, আমার হিরো।' ছবিতেই স্পষ্ট, সমুদ্রের ধারে একসঙ্গে অবসর জমিয়ে উপভোগ করছেন তাঁরা।</p> <p>নির্বাচনের আগে পদ্মশিবিরে যোগ দিয়ে কার্যত পরিবারের উল্টো পথে হেঁটেছিলেন বনি। তার কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলে প্রেমিকা কৌশানি। কেবল যোগদানই নয়, তৃণমূলের হয়ে প্রার্থীও হয়েছিলেন তিনি। সেসময় এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে কৌশানি বলেছিলেন, 'আমার কাছে বনি একটা শান্ত, ঠান্ডা ছেলে। সে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেবে সেটা অকল্পনীয়।' যদিও নির্বাচনের পর সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে আর দেখা যায়নি বনিকে। জন্মদিনে সমস্ত রাজনীতি পেরিয়ে কৌশানির কাছেও বনির একটাই পরিচয়। মনের মানুষ।</p> <p>[insta]https://www.instagram.com/p/CSY2skphHc4/[/insta]</p>
from entertainment https://ift.tt/3lRQ90Y
via IFTTT
from entertainment https://ift.tt/3lRQ90Y
via IFTTT