<p><strong>মুম্বই: </strong>এই প্রথম। নিজের সদ্যোজাত শিশুর ছবি প্রকাশ্যে আনলেন দিয়া মির্জা। ছোট্ট অভিয়ান আজাদ রেখিকে একটি হাতির ছবি আঁকা কম্বলে জড়িয়ে রেখেছেন দিয়া। বিশ্ব হাতি দিবসে এই ছবিটি শেয়ার করেছিলেন দিয়া।</p> <p>নিজেদের সন্তান জন্ম নেওয়ার ঠিক ২ মাস পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সে খবর জানিয়েছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। তিনি এবং তাঁর ব্যবসায়ী স্বামী বৈভব রেখি, দুজনেই সন্তান-সুখে উচ্ছ্বসিত ও উল্লসিত। দিয়া মির্জা তাঁর টুইটার হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিতে অবশ্য কারও মুখ দেখা যাচ্ছে না। শুধু দেখা যাচ্ছে, বড়দের হাতে ধরা রয়েছে একেবারে ছোট একটি শিশুর কচি-কচি আঙুল। আর সেই ছবি পোস্টের পাশাপাশি নিজের মনের কথা লিখেছিলেন 'রহেনা হ্যায় তেরে দিল মে' খ্যাত দিয়া মির্জা।</p> <p>সন্তান জন্মের পর কঠিন সময়ের দিয়ে যেতে হয়েছে অভিনেত্রীকে। দিয়া মির্জা লিখেছিলেন, 'আমাদের সন্তান নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নিয়েছিল গত ১৪ মে। কিন্তু, তারপর থেকেই ও রয়েছে হাসপাতালের আইসিইউ-তে। তার কারণ, এক তো ও নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নিয়েছে। যাকে বলে প্রি ম্যাচিউর বেবি। দুই, ওর জন্মের সময় নানারকম সমস্যা হয়েছিল। ওর জন্মের পর থেকে যেভাবে ডাক্তাররা আর নার্সরা ওর দেখভাল করেছেন, চিকিৎসা করেছেন, সেজন্য তাঁদের অনেক-অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে আমাদের ঘরের নতুন অতিথি হয়ত আসত না।' </p> <p>দিয়া মির্জা আরও লিখেছিলেন, 'খুব তাড়াতাড়ি আমাদের বাড়ির নতুন সদস্য তার বাড়ি যাবে। সেখানে তার দাদু-দিদার মতো অপেক্ষা করে আছে ছোট্ট দিদি সামাইরাও। সবাই ওকে কোলে নিয়ে আদর করার জন্য মুখিয়ে রয়েছে।' কঠিন সময় কেটে গিয়েছে। বাড়ি ফিরে সবার আদরেই বড় হচ্ছে ছোট্ট অভিয়ান।</p> <p>ছেলের ছবির সঙ্গে নিজের একটি শেয়ার করেছিলেন দিয়া। গালে হাত দিয়ে হালকা হাসছেন অভিনেত্রী। হাতির ছবিতে মোড়া ছেলের ছবি দিয়ে দিয়া লিখেছিলেন, 'আমরা বিশ্ব হাতি দিবস পালন করছি'। ছবিতে অবশ্য মুখ দেখা যাচ্ছে না অভিয়ানের। কেবল তাঁর হাতের ও গায়ের কিছুটা অংশ দেখা যাচ্ছে।</p>
from entertainment https://ift.tt/3jR5TyC
via IFTTT
from entertainment https://ift.tt/3jR5TyC
via IFTTT